ভয়াবহ ভূমিকম্প আর্জেন্টিনায়, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

10

ডিজিটাল ডেস্ক, ২ মে: ভয়াবহ ভূমিকম্প আর্জেন্টিনায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। কয়েক মিনিটের মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়, এবং এরপরই কেঁপে ওঠে দেশটির দক্ষিণাঞ্চল। সুনামি আছড়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সরকারিভাবে এখনো কোনো পরিসংখ্যান প্রকাশ করা হয়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আর্জেন্টিনা। ভূকম্পনের কেন্দ্র ছিল উশুয়াইয়া শহর থেকে ২১৯ কিলোমিটার দক্ষিণে, ড্রেক প্যাসেজ অঞ্চলে, মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কিছুক্ষণ আগেই জারি করা হয় সুনামি সতর্কতা। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া হয় নিরাপদ জায়গায়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কয়েকটি ভিডিও, যেখানে সুনামির সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যাচ্ছে এবং আতঙ্কিত মানুষজনকে রাস্তায় নেমে আসতে দেখা যাচ্ছে। এরপরই প্রবল কম্পন অনুভূত হয়।

প্রসঙ্গত গত ২৮ মার্চ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। প্রবল কম্পনের জেরে ধসে পড়ে একের পর এক বহুতল ভবন ও সেতু, মৃত্যু হয় প্রায় ৩,১০০ জনের। শুধু মায়ানমার নয়, প্রতিবেশী থাইল্যান্ডেও অনুভূত হয় ভূকম্পনের তীব্র প্রভাব। এই বিপর্যয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘অপারেশন ব্রহ্মা’ নামে সাহায্যকারী মিশনের ঘোষণা করেন। পাশাপাশি, কোয়াড জোটভুক্ত দেশগুলোও মায়ানমারের পাশে দাঁড়ায় ত্রাণ ও পুনর্গঠন কাজে সহায়তা করতে।

Comments are closed.