ডিজিটাল ডেস্ক, ৫ মে: পাকিস্তানকে কড়া বার্তা দিতে চন্দ্রভাগা নদীর জল প্রবাহ ইতিমধ্যেই আটকে দিয়েছে ভারত। এবার আরও এক ধাপ এগিয়ে কাশ্মীরের দুটি জলবিদ্যুৎ প্রকল্পের জলাধারের ধারণক্ষমতা বাড়ানোর কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার (India Pakistan News)। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে সূত্র মারফত জানা গেছে, সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিশ্লেষকদের মতে, এই প্রকল্পগুলির জলধারণ ক্ষমতা বাড়লে পাকিস্তানে যাওয়া জলপ্রবাহ আরও হ্রাস পাবে, যার ফলে সে দেশের কৃষিকাজে বড়সড় প্রভাব পড়তে পারে।
পহেলগাঁও হামলার পর প্রতিক্রিয়ায় কড়া পদক্ষেপ হিসেবে সিন্ধু জলচুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তকে কাজে লাগিয়েই জম্মু ও কাশ্মীরের একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ও বাঁধের সংস্কারে উদ্যোগী হয়েছে কেন্দ্র। চুক্তি অনুযায়ী, এর আগে এমন সংস্কারমূলক পদক্ষেপ নিতে হলে পাকিস্তানের অনুমতি প্রয়োজন হতো। তবে বর্তমান পরিস্থিতিতে সেই বাধ্যবাধকতা আর কার্যকর নেই।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু নদীর দুই গুরুত্বপূর্ণ উপনদী—চন্দ্রভাগা ও বিতস্তার উপর নির্মিত সালাল ও বগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের জলাধার সংস্কারের কাজ শুরু হয়েছে গত বৃহস্পতিবার এবং তা চলে শনিবার পর্যন্ত। সূত্রের খবর, উপত্যকার আরও কয়েকটি বাঁধেও পর্যায়ক্রমে সংস্কার কাজ চালানোর পরিকল্পনা রয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চন্দ্রভাগা ও বিতস্তা নদীর তীরবর্তী এলাকাগুলিতে আগেই সতর্কতা জারি করেছিল স্থানীয় প্রশাসন। কারণ, জলাধার পরিষ্কারের সময় বাঁধ থেকে পুরো জল ছেড়ে দিতে হয়, যা ওই অঞ্চলের জন্য হঠাৎ জলস্ফীতির আশঙ্কা তৈরি করতে পারে। ভারতের এই পদক্ষেপ এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে কূটনৈতিক মহলের মতে, ইসলামাবাদ যে এই পদক্ষেপকে সহজভাবে নেবে না, তা প্রায় নিশ্চিত।
Comments are closed.