Donald Trump on Apple in India: ভারতে কোম্পানি গড়তে ‘না’ ডোনাল্ড ট্রাম্পের [Donald Trump], Apple সিইওকে ‘বিশেষ’ বার্তা ট্রাম্পের

5

ডিজিটাল ডেস্ক, ১৫ই মে: ভারতের শিল্পায়নে বড় ধাক্কা! আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের [Donald Trump] ভারত-প্রীতি ক্রমশ হ্রাস পাচ্ছে। অ্যাপলের সিইও টিম কুককে [Tim Cook] ভারতে আইফোন [iPhone] উৎপাদন কেন্দ্র স্থাপন করতে নিষেধ করেছেন তিনি। কাতারে [Qatar] বসে ট্রাম্প নিজেই এই তথ্য জানান। ভারত ‘নো ট্যারিফ ডিল’-এর প্রস্তাব দিলেও, ট্রাম্প অ্যাপল প্রধানকে এই পরামর্শ দেন। এই বিষয়ে কুকের সঙ্গে তাঁর ‘কিছুটা মতবিরোধ’ হয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ছবি: নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, টিম কুক

অ্যাপল যদি ভারতে আইফোন [iPhone], আইপ্যাড [iPad], ম্যাকবুক [Macbook], ইয়ারপডের [AirPod] মতো পণ্য উৎপাদন বন্ধ করে দেয়, তবে সেগুলি বিদেশ থেকে আমদানি করতে হবে। এর ফলে ভারতীয় বাজারে অ্যাপলের [Apple] পণ্যগুলির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প [Donald Trump] জানান, বুধবার অ্যাপল প্রধান টিম কুকের [Tim Cook] সঙ্গে তাঁর কথা হয়েছে। ট্রাম্প কুককে বলেন, “আপনি যদি ভারতের দিকে নজর রাখতে চান, তবে আপনি সেখানে পণ্য তৈরি করতে পারেন। কারণ, ভারত বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশ। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন।”

ভারতে অ্যাপলের উৎপাদন বন্ধের প্রসঙ্গে ট্রাম্প ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন, ভারত আমেরিকা কে নিঃশুল্ক বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প বলেন, “ওরা (ভারত) আমাদের আক্ষরিক অর্থে নিঃশুল্ক বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছিল। আমি টিমকে বলেছি, আমরা আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করছি। আপনারা বছরের পর বছর ধরে চীনে যে উৎপাদন কেন্দ্র তৈরি করেছেন, তা আমরা সহ্য করেছি। কিন্তু আপনারা ভারতে যে কারখানা তৈরি করছেন, তাতে আমরা আগ্রহী নই। ভারত নিজেই নিজেদের খেয়াল রাখতে পারে।” তবে, ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগেও ট্রাম্প ভারতীয় বাজারে মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্কের অভিযোগ তুলেছিলেন। গত ২ এপ্রিল, তিনি মার্কিন বাজারে বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন আমদানি শুল্ক ঘোষণা করেন, যার মধ্যে ভারতও ছিল। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছিল। যদিও এক সপ্তাহের মধ্যেই, চিন বাদে অন্যান্য দেশের উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত করা হয় (সম্প্রতি, চিন [China] ও আমেরিকার [America] মধ্যে শুল্ক বিরোধেও ৯০ দিনের বিরতি ঘোষণা করা হয়েছে)। এই ৯০ দিনের মধ্যে, ভারত ও আমেরিকা উভয় দেশই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চাইছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

Comments are closed.