ডিজিটাল ডেস্ক, ১৯ মে : ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে এই প্রথমবার প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে জানান যে, এই বিষয়ে যা করণীয়, তা আইন অনুযায়ী সম্পন্ন করা হবে। তবে যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করবেন না (Mamata Banerjee on DA)।
সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে, কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিএ মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তিনি সংক্ষেপে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘‘বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করি না। যা করার, আইন অনুযায়ী করব।’’
গত শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র ২৫ শতাংশ পরিশোধের আদেশ দেওয়া হয়েছে। রায় অনুযায়ী, আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্যকে এই অর্থ মেটাতে হবে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সংশ্লিষ্ট মামলার সমস্ত পক্ষকে চার সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জমা দিতে বলেছে। আগামী ৪ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি শীর্ষ আদালতে অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র দাবিতে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন। ২০২২ সালের ২০ মে আদালত রাজ্যকে কেন্দ্রের সমতুল্য ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। তবে রাজ্য সরকার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।
২০২২ সালের ২৮ নভেম্বর প্রথমবার রাজ্যের ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল। ২০২৪ সালের ১ ডিসেম্বরের পর একাধিকবার শুনানি পিছিয়ে যায়। অবশেষে, গত শুক্রবার আদালত রায় দেয় যে, কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণে কোনও ভুল নেই। সেই অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার মধ্যে আপাতত ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। এখন প্রশ্ন উঠেছে, তৃণমূল সরকার আদালতের নির্দেশ মেনে নেবে, নাকি অন্য বেঞ্চে মামলা করবে? দলীয় সূত্র অনুযায়ী, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এখনও সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট কোনও মন্তব্য করেননি।
Comments are closed.