Jyoti Malhotra Passed Information to Pakistan : দেশবিরোধী তথ্য পাচার পাকিস্তানে, জেরায় ‘স্বীকার’ জ্যোতির
ডিজিটাল ডেস্ক, ২১ মে : ইউটিউবার জ্যোতি মালহোত্রা দেশবিরোধী তথ্য পাকিস্তানে পাচারের কথা জেরায় স্বীকার করেছেন বলে সূত্রের দাবি। হরিয়ানার হিসারের বাসিন্দা এবং ‘ট্রাভেল উইথ জো’ ভ্লগের মালিক, জ্যোতি তদন্তকারী অফিসারদের সামনে স্বীকার করেন যে তিনি পাকিস্তানের হয়ে চরবৃত্তি করেছেন (Jyoti Malhotra Passed Information to Pakistan)। জেরায় তিনি জানান, পাকিস্তানের নিরাপত্তা অফিসার ও ইতালীয় কর্মকর্তাদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জ্যোতির ‘স্বীকারোক্তি’ ইঙ্গিত দেয় যে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নির্দেশ অনুযায়ী কাজ করতেন।
তদন্তকারীদের কাছে ইউটিউবার জ্যোতি মালহোত্রা স্বীকার করেছেন যে তিনি পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এক রেকর্ড করা বিবৃতিতে তিনি জানান, তাঁর ইউটিউব চ্যানেল ‘ট্রাভেল উইথ জো’-এর পাশাপাশি তাঁর পাসপোর্টও রয়েছে, যার নম্বর ৫৬০৯৮২৬২। ২০২৩ সালে তিনি দিল্লির পাকিস্তান হাইকমিশনে ভিসার জন্য গিয়েছিলেন।
তিনি আরও বলেন, সেখানে তাঁর পরিচয় হয় আহসান-উর-রহিম নামে এক ব্যক্তির সঙ্গে, যিনি ‘দানিশ’ নামে পরিচিত। তাদের মধ্যে মোবাইল নম্বর বিনিময় হওয়ার পর নিয়মিত কথাবার্তা চলতে থাকে। এরপর জ্যোতি দু’বার পাকিস্তান সফর করেন, যেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় আলি হাসান নামে এক ব্যক্তির, যিনি দানিশের পরিচিত ছিলেন এবং দানিশের অনুরোধেই তাদের মধ্যে যোগাযোগ হয়।
জেরায় জ্যোতি মালহোত্রা জানিয়েছেন যে আলি হাসান তাঁকে পাকিস্তানি ও ইতালীয় গোয়েন্দাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যাদের পোশাকি পরিচয় ছিল সেনা অফিসার। তাঁরা একত্রিত হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
জ্যোতির বিবৃতিতে উল্লেখ রয়েছে যে তিনি সেখানে শাকির ও রানা শাহবাজের সঙ্গে পরিচিত হন এবং শাকিরের মোবাইল নম্বর সংগ্রহ করেন, যা তিনি ‘জাট রাধাওয়ান’ নামে সংরক্ষণ করেন, যাতে সন্দেহের উদ্রেক না হয়। এরপর তিনি ভারতে ফিরে আসেন।
ভারতে ফিরে আসার পর, তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করেন এবং ভারত সংক্রান্ত বিভিন্ন তথ্য তাদের কাছে পৌঁছে দেন। এ ছাড়া, পাকিস্তানের দিল্লি হাইকমিশনে তিনি দানিশের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ ও আলোচনা করেছেন বলে জানিয়েছেন।