ডিজিটাল ডেস্ক, ২৮ মে : রেল স্টেশনে ছবি, ভিডিয়ো বা রিল্স বানানোর শখ অনেকেরই রয়েছে, বিশেষত ইউটিউবার ও ভ্লগারদের মধ্যে। তবে অনেকে জানেন না যে, এটি দণ্ডনীয় অপরাধ এবং কিছু ক্ষেত্রে নিয়ম-বহির্ভূতও। অনেকেই স্টেশনের ছবি ও ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন, যা ‘লাইক’ ও ‘শেয়ার’-এর বন্যা বইয়ে দেয়। তবে, যাত্রীদের সুরক্ষার স্বার্থে পূর্ব রেল পুরনো বিধিনিষেধ আবারও মনে করিয়ে দিয়েছে। নিরাপত্তার কারণে স্টেশন চত্বরে ছবি ও ভিডিও তোলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে (Indian Railways on Social Media Influencer)।
পূর্ব রেলের কর্তৃপক্ষ জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিশেষত ইউটিউবার ও ভ্লগারদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। নিয়ম অনুযায়ী, স্টেশন বা স্টেশন চত্বরে ছবি বা ভিডিয়ো তোলা নিষিদ্ধ। এই বিধিনিষেধ কার্যকর করতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে, বিশেষত বড় বড় স্টেশনগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্প্রতি, পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রা। সমাজমাধ্যমে তাঁর অনুগামীর সংখ্যা কম নয়, এবং তাঁর বিভিন্ন জায়গার ভিডিয়ো অনেকেরই পছন্দের তালিকায় ছিল। দেশ ও বিদেশভ্রমণের ছবি, ভিডিয়ো এবং বিভিন্ন স্থানের তথ্য তিনি ইউটিউব চ্যানেলে শেয়ার করতেন। তবে, চরবৃত্তির অভিযোগ ওঠার পর নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন আরও সতর্ক হয়েছে। ইতিমধ্যেই ন’টি রাজ্যের পুলিশ তাঁকে জেরা করার প্রস্তুতি নিচ্ছে, এবং তদন্তকারীরা তাঁর সফর, সঙ্গী ও যোগাযোগের বিষয়ে খোঁজ নিচ্ছেন।
তদন্তে জানা গেছে যে, জ্যোতি পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তিনি শহর থেকে শহরতলিতে গিয়ে ভিডিয়ো তুলেছিলেন, যা পরে নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন। তাঁর ভিডিও-র ‘আর্কাইভে’ হাওড়া ও শিয়ালদহ স্টেশনের দৃশ্যও রয়েছে। তদন্তে উঠে এসেছে যে, তিনি এই দুই স্টেশনের ভিডিয়ো তুলেছেন। বিভিন্ন সংবেদনশীল জায়গার ছবি তোলার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে, জ্যোতিকাণ্ডের পরই যে স্টেশনগুলিতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, তা নয়—নজরদারি আগেও চলত।
পূর্ব রেল নতুন করে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। মুখ্য জনসংযোগ আধিকারিক (ভারপ্রাপ্ত) দীপ্তিময় দত্ত জানিয়েছেন, স্টেশন চত্বরে ছবি ও ভিডিয়ো তোলার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। তবে, জ্যোতিকাণ্ডের পর নজরদারি আরও বাড়ানো হয়েছে। সংবাদমাধ্যমের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকলেও, সাধারণ নাগরিক, ইউটিউবার ও ভ্লগারদের জন্য স্টেশনে ছবি বা ভিডিয়ো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষত, ব্যবসায়িক উদ্দেশ্যে ছবি বা ভিডিও তোলার অনুমতি নেই। এই বিধিনিষেধ জাতীয় নিরাপত্তার স্বার্থে কার্যকর করা হয়েছে।