Donald Trump on India USA Deal : ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

12

ডিজিটাল ডেস্ক, ২৭ জুন : আমেরিকার সঙ্গে ভারতের একটি বড় মাপের বাণিজ্য চুক্তি শিগগিরই কার্যকর হতে চলেছে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump on India USA Deal)। তিনি জানান, সম্প্রতি চিনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করেছে আমেরিকা এবং ভারতের সঙ্গেও আলোচনার পর তা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, “আমেরিকা ইচ্ছেমতো সব দেশের সঙ্গে চুক্তি করে না”—চুক্তির ক্ষেত্রে নির্দিষ্ট মাপকাঠি ও স্বার্থের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়। এই চুক্তি যদি বাস্তবায়িত হয়, তাহলে ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত ‘বিগ বিউটিফুল ইভেন্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “সবাই এখন আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায়। মনে রাখুন, কিছু মাস আগেই সংবাদমাধ্যমে প্রশ্ন উঠছিল—আদৌ কি কোনও দেশ বাণিজ্য চুক্তিতে আগ্রহী? তাদের মনে করিয়ে দিতে চাই, আমরা ইতিমধ্যেই চিনের সঙ্গে একটি বড় চুক্তি করেছি। আর খুব শিগগিরই আরও একটি বৃহৎ চুক্তি করতে চলেছি—সম্ভবত ভারতের সঙ্গে। এটি একটি বিশাল চুক্তি হবে।”

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরই বিশ্বজুড়ে শুল্কযুদ্ধ শুরু হয়, আর সেই তালিকায় ভারতের নামও উঠে আসে। ট্রাম্প প্রশাসনের কড়া শুল্কনীতির প্রভাবে নয়াদিল্লির উপর বাণিজ্যিক চাপ বাড়তে থাকে। তবে সেই উত্তেজনার মাঝে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয় উভয় দেশ। ফলে এই শুল্কনীতির উপর ৯০ দিনের একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ জুলাই। এই সময়ের মধ্যেই সহজ বাণিজ্যের পথ খুঁজে বের করতে একাধিকবার বৈঠকে বসেন ভারত ও আমেরিকার আধিকারিকরা। গত চারদিন ধরে চলা গোপন আলোচনার পর ইঙ্গিত মিলেছে—দুই দেশের মধ্যে এক সম্ভাব্য বৃহৎ বাণিজ্য চুক্তি সফলভাবে এগোচ্ছে। হোয়াইট হাউসে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই সম্ভাবনাকেই জোরালো করে তুলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বার্তা দিয়েছেন—আমেরিকা কোনও দেশের সঙ্গে ইচ্ছামতো বাণিজ্যচুক্তিতে যাবে না। হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “কয়েকটি দেশকে চিঠি পাঠিয়ে শুধু জানিয়ে দেওয়া হবে—‘থ্যাঙ্ক ইউ সো মাচ’, তবে তোমাদের আমাদের সঙ্গে চুক্তি করতে হলে ২৫, ৩৫ বা ৪৫ শতাংশ শুল্ক গুনতে হবে।” উল্লেখযোগ্যভাবে, আমেরিকা ও চিনের মধ্যে সদ্য সম্পন্ন হওয়া বাণিজ্যচুক্তি অনুযায়ী চিনা পণ্যের উপর সর্বমোট ৫৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, আর বিপরীতে বেজিং মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ হারে শুল্ক বসাবে। তবে এখনও পর্যন্ত আমেরিকা অন্য কোনও দেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যচুক্তি সম্পন্ন করেনি।