Kolkata Iskon Rath Yatra:চমক ‘ট্র্যাক ইয়োর রথ’!,রথের চাকা বয়ে কি আনবে শান্তি বার্তা ?

16

ডিজিটাল ডেস্ক ২৭জুনঃ বিশেষ অর্ডার দিয়ে সদ্য কেনা সুখোই যুদ্ধ বিমানের চাকা। তার সঙ্গে এবারের বিশেষ চমক ‘ট্র্যাক ইয়োর রথ’! ইসকনের ৫৪ তম কলকাতা রথযাত্রা আসন্ন। সঙ্গে থাকবে বিশ্বের বিভিন্ন যুদ্ধরত দেশে শান্তি ফিরে আসার বার্তা এবং বিশেষ প্রার্থনা। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে, ৪০০০-এর বেশি স্থানে এবার রথযাত্রা পালন করবে ইসকন। যে উৎসবে বিশ্ব জুড়ে সামিল হবেন ২০ লাখ মানুষ (Kolkata Iskon Rath Yatra)।

যুদ্ধবিমান সুখোই ৩০ বিমানের চাকায় চলবে রথ। গত চার দশক ধরে জগন্নাথের রথ চলেছে বোয়িং ৭৪৭ বিমান-এর চাকায়। ১৯৭৭ সাল থেকে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে ব্যবহৃত হওয়ার পর এবার সেটি বদলে ফেলা হল ভারতের সামরিক শক্তির গর্ব, সুখোই-৩০ যুদ্ধবিমানের নতুন চাকা দিয়ে! যেসব চাকা আকাশে যুদ্ধের তীব্রতা সামলে নিতে পারে, সেগুলোই এবার কলকাতার বুকে জগন্নাথের রথ টেনে নিয়ে চলবে। সোজা রথ শুক্রবার, ২৭ জুন রথ চলতে শুরু করবে দুপুর ১টা থেকে

রথের চাকা গড়াবে কোন পথে-

ইসকন মন্দির, ৩সি, আলবার্ট রোড, হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে এ.জে.সি. বোস রোড হয়ে শরৎ বোস রোড তারপর হাজরা হয়ে এস.পি.এম. রোডে পড়বে। তারপর এ.টি.এম. রোড হয়ে চৌরঙ্গী রোডের এক্সাইড ক্রসিং হয়ে জে.এল. নেহরু রোড তারপর আউট্রাম রোড থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এসে শেষ হবে সোজা রথযাত্রা। সেখানেই বসবে ইসকন রথের মেলাও।

উল্টোরথ শুরু হবে শনিবার, ৫ জুলাই। রথ চলতে শুরু করবে দুপুর ১২টা থেকে। একই রকমভাবে উল্টো রথের চাকা আবার ফিরে যাবে ইসকনে এই পথ ধরে ——-

আউট্রাম রোড (পার্ক স্ট্রিট মেট্রোর কাছে) রুট: ব্রিগেড প্যারেড গ্রাউন্ড → আউট্রাম রোড → জে.এল. নেহরু রোড → ডোরিনা ক্রসিং → এস.এন. ব্যানার্জি রোড → মৌলালি ক্রসিং → সি.আই.টি. রোড → সুরাওয়ার্দি অ্যাভিনিউ → পার্ক সার্কাস ৭ পয়েন্ট ক্রসিং → শেক্সপিয়র সরণি → হাঙ্গারফোর্ড স্ট্রিট → ইসকন মন্দির

জগন্নাথের রথ-কথা——

জগন্নাথের রথের উচ্চতা ৩৮ ফুট, ভাঁজ করা যায় এমন ছাউনি, যা কলকাতার জটিল রাস্তার জন্য উপযোগী। এবার এতে সংযোজিত হয়েছে সুখোই-৩০ যুদ্ধবিমান-এর চাকা, যা বদলে দিল ঐতিহাসিক ৭৪৭-এর চাকা, যেটি ১৯৭৭ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। সুভদ্রার রথ তিনটির মধ্যে সবচেয়ে ছোট, রয়েছে ভাঁজ করা যায় এমন ডিজাইন ও মজবুত লোহার চাকা। বলরাম জিউর রথ দৃঢ় ও মজবুত, উচ্চতা ৩৬ ফুট, চারটি সাড়ে ছয় ফুটের লোহার চাকা। সোজা রথযাত্রার সময় দক্ষিণ ভারতীয় শিল্পীরা নৃত্যের পাশাপাশি রাস্তায় আঁকবেন রঙ্গোলী বা আলপনা।
ইসকন পূর্বাঞ্চলের মুখপাত্র রাধারমন দাস জানান, এবার দীঘায় রথযাত্রা উৎসবে সামিল হওয়ার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ৩ জুলাই, বেলা ১ টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে জগন্নাথদেবের দর্শন করবেন ও আরতি করবেন।