Metro Service Outage:বর্ষার স্বরূপ পুরোপুরি না আসতেই ,মেট্রো পরিষেবা বিভ্রাট

24

ডিজিটাল ডেস্ক ৩০জুনঃ শনিবারের পরে সোমবার! ফের বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা। লাইনে জল জমে যাওয়ায় এদিন সকালে ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ হয়ে যায় শহরের পাতালপথ। সপ্তাহের প্রথম দিনে কাজে বেরিয়ে হয়রানির শিকার হন অফিস যাত্রীরা। এদিকে আজ থেকে শহরের বহু স্কুলে ইউনিট টেস্ট শুরু হয়েছে। মেট্রো বিভ্রাটে উত্তর ও মধ্য কলকাতার বহু স্কুলের পড়ুয়া স্কুল পৌঁছাতে পারেনি বলে জানা গিয়েছে। সময়ে পৌঁছাতে না পেরে পরীক্ষায় বসতে পারেনি তাদের অনেকে। একই ঘটনার পুনরাবৃত্তির জেরে মেট্রোর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল(Metro Service Outage)।

সেন্ট্রাল এবং চাঁদনি চকের মাঝে আপ ও ডাউন লাইনে জল জমে যায়। সোমবার সকাল ৯টা নাগাদ বিষয়টি নজরে আসে মেট্রো কর্তৃপক্ষের। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ময়দান থেকে গিরিশ পার্কের মধ্যে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মেট্রো চলাচল .করছে নিউ গড়িয়া থেকে ময়দান এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। সপ্তাহের শুরুতে এভাবে মেট্রো বিভ্রাটে দুর্ভোগে যাত্রীরা।গত সপ্তাহের টানা বৃষ্টির জেরে শহরের একাধিক নিচু জায়গায় জল জমে রয়েছে। সোমবার নতুন করে বৃষ্টি না হলেও পূর্ববর্তী বৃষ্টির প্রভাব কাটেনি। পুরসভার জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী।যদিও পুরসভার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ পাম্পিং ব্যবস্থা এবং অতিরিক্ত কর্মী নিয়োগ করে জল সরানোর কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুর আধিকারিকরা।

তবে শহরবাসী মনে করছেন, বর্ষার আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলে হয়তো এই পরিস্থিতি এড়ানো যেত।এদিকে, আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তাই শহরের জল নিষ্কাশন ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করা না গেলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা। এর আগে গত শনিবার বিকেলে যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন স্টেশনের মাঝে নিকাশি নালায় আচমকা জল ভর্তি হয়ে যায়। জানা গিয়েছে, ওইদিন যতীন দাস পার্ক এবং কালীঘাট স্টেশনের মাঝে নিকাশি নালা আচমকা ভরে যায়। জলের পাইপ ফেটে নিকাশি নালা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই মেট্রোর থার্ড রেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মেরামতির পর শুরু হয় পরিষেবা। দুপুর ৩টে ৪০ মিনিট থেকে বিকেল ৪টে ৩৫ মিনিট পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক মেট্রো পরিষেবা বন্ধ ছিল। এতক্ষণ পরিষেবা বন্ধ থাকায় স্টেশনে স্টেশনে ব্যাপক ভিড়ও জমে যায়। সবমিলিয়ে অফিস থেকে বাড়ি ফিরতে যেন কালঘাম ছোটে মেট্রো যাতায়াতকারীদের। তার ঠিক দু’দিন পর একই জলযন্ত্রণা। তবে এবার টানেলে জল চলে আসার নেপথ্যে সম্ভবত বৃষ্টি। পুরো বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে।