Highcourt On SSC Controversy: হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসির নতুন বিধি,নিষেধ সত্বেও কেন অযোগ্যরা ?

10

ডিজিটাল ডেস্ক ১জুনঃ নতুন পরীক্ষা বিধি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল এসএসসি এবং রাজ্য সরকার। বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন,’সুপ্রিম কোর্ট যখন পুরনো বিধিতে নিয়োগের কথা বলেছে তাহলে কেন নতুন বিধি আনা হল?’ এই ইস্যুতে রিপোর্ট তলব করেছে রাজ্যের উচ্চ আদালত। বিচারপতির পর্যবেক্ষণ, নতুন বিধি এনে জটিলতা সৃষ্টি করা হয়েছে। আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে রিপোর্ট দিতে হবে এসএসসি এবং রাজ্যকে।

নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার ওপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬০ নম্বরের(Highcourt On SSC Controversy)। আগে এটি ছিল ৫৫ নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। আগে এটি ছিল ৩৫ নম্বর। শিক্ষকতার অভিজ্ঞতার ওপর দেওয়া হয়েছে সর্বোচ্চ ১০ নম্বর। বিধি অনুসারে, প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এক বছর পর্যন্ত।

স্কুল সার্ভিস কমিশনের ২০২৫ সালের বিধি চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। এ দিন বিচারপতি প্রশ্ন তোলেন, ‘৩০ মে’র নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্ট ভাষায় নিষেধ করা হলো না?’

২৬ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সমালোচনা মুখে পড়েছিল রাজ্য সরকার এবং এসএসসি। তবে সেই চাকরি বাতিল করে নতুন করে নিয়োগের কথা বলেছিল দেশের শীর্ষ আদালত। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার, এসএসসি নতুন করে বিজ্ঞপ্তি জারি করে। পরীক্ষার নিয়মেও বদল আনা হয়। এই বদল ইস্যুতেই চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।

উল্লেখ্য, আবেদনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে । শুধুমাত্র ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারাই নতুন করে পরীক্ষায় বসতে পারবেন। পাশাপাশি বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশন নতুন যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে বলা হয়েছে ‘টেন্টেড’ (অযোগ্য)-রাও পরীক্ষায় বসতে পারবেন। পাশাপাশি বয়সে ছাড়ের বিষয়টি সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি বলে দাবি আবেদনকারীদের। যেহেতু ১৪ জুলাই এই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদনের শেষ দিন তাই জরুরি ভিত্তিতে মামলাটি শুনানির জন্য আবেদন করা হয়েছিল। এখন মামলার প্রেক্ষিতে ঠিক কী নির্দেশ দেয় হাইকোর্ট? নজর সেদিকেই ।