ডিজিটাল ডেস্ক ২জুনঃ গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি নিয়ে ২০২৫–এর জুন শেষ করল কলকাতা। বর্ষা শুরুর প্রথম মাসে মহানগর গড়ে ২৭৬ মিলিমিটার বৃষ্টি পায়। যদিও এ বছর তার থেকে সামান্য কিছুটা কমই বৃষ্টি পেয়েছে শহর। কিন্তু সামান্যই সেই ঘাটতি। নিম্নচাপ ঝাড়খণ্ডে মৌসুমী অক্ষরেখা সক্রিয় আরো একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা (Today Weather Update)।
আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস চার জেলাতে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা যেমন পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। রবিবার থেকে বৃষ্টি কমবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে সব জেলাতে।
ঘটনা হলো, ২০২১ থেকে ২০২৫ পর্যন্ত জুনের কলকাতা এর চেয়ে বেশি বৃষ্টি পেয়েছে শুধু ’২১ সালেই। উপরন্তু মৌসম ভবন জানিয়েছে, জুলাইয়ে দেশের বেশির ভাগ জায়গাই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি পেতে চলেছে এ বার। ২৮ জুন গোটা দেশ ছেয়ে গিয়েছে বর্ষার মেঘে ভরা দক্ষিণ–পশ্চিম মৌসুমি বাতাসে। সাধারণত ৮ জুলাইয়ের আগে এমন হয় না। এ বছর নির্ধারিত সেই তারিখের ১০ দিন আগেই গোটা দেশে সরকারি ভাবে বর্ষা নেমেছে।
উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। নিচের দিকে জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে।জুন মাসে বর্ষার মরশুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে।