ডিজিটাল ডেস্ক, ২ জুলাই : আহমেদাবাদ কাণ্ডের রেশ আন্তর্জাতিক স্তরে গড়াল! এবার বিদেশেও আইনি জটিলতায় জড়াতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India Legal Issue)। সূত্রের খবর, দুর্ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে একাধিক আন্তর্জাতিক আইন সংস্থা। এর মধ্যে উল্লেখযোগ্য ব্রিটেনের ‘কিস্টোন ল’ফার্ম’ এবং আমেরিকার ‘উইনসার ল’ফার্ম’। খুব শিগগিরই তারা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে বলে জানা গেছে। শুধু তাই নয়, বিমান নির্মাতা সংস্থা বোয়িংয়ের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে এই ল’ফার্মগুলি।
কিস্টোন ল’ফার্মের অংশীদার জেমস হিলি প্র্যাট জানান, “আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় যেসব ব্রিটিশ নাগরিক প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারগুলির সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বর্তমানে আমরা সব নথিপত্র ও প্রকাশ্যে আসা প্রাথমিক তথ্যগুলির গভীর বিশ্লেষণ করছি। আমরা এয়ার ইন্ডিয়ার পাশাপাশি বোয়িং-এর বিরুদ্ধেও লন্ডনের হাই কোর্টে মামলা দায়ের করার কথা ভাবছি।” ল’ফার্মের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক মন্ট্রিল কনভেনশন অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলি আমেরিকা বা ব্রিটেনে মামলা দায়ের করতে পারে। এই আইনে বলা হয়েছে, যদি কোনও বিমান সংস্থা ওই দেশগুলিতে পরিষেবা দেয় অথবা ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেশের সংযোগ থাকে, তাহলে সংশ্লিষ্ট আদালতে মামলা করা যেতে পারে। যাত্রী নিহত বা আহত হলে সংস্থাটিকে সম্পূর্ণভাবে দায়ী করা যায়, এবং মামলার নিরিখে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়।
প্রসঙ্গত গত ১২ জুন দুপুরে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান, যার গন্তব্য ছিল লন্ডন। ভয়াবহ এই দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়। তবে এক জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডার নাগরিক।