App CAB Double Fare : ব্যস্ত সময়ে প্রয়োজনে দ্বিগুণ ভাড়াও হাঁকতে পারবে অ্যাপ ক্যাব?

10

ডিজিটাল ডেস্ক, ২ জুলাই : সড়ক পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবাগুলি ব্যস্ত সময়ে প্রয়োজন অনুযায়ী ভাড়া দ্বিগুণ পর্যন্ত নিতে পারবে (App CAB Double Fare)।

নতুন যানবাহন সংক্রান্ত নির্দেশিকা (এমভিএজি), যা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে, তাতে বলা হয়েছে—এখন থেকে অ্যাপ-নির্ভর ক্যাব সংস্থাগুলি ব্যস্ত সময়ে মূল ভাড়ার সর্বাধিক দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করতে পারবে। আগে যেখানে এই সীমা ছিল ১.৫ গুণ। তবে দিনের অন্যান্য সময়ে সংস্থাগুলি ন্যূনতম মূল ভাড়ার ৫০ শতাংশ পর্যন্ত নিতে পারবে। নির্দিষ্ট রুটে মূল ভাড়া নির্ধারণের দায়িত্ব রাজ্য সরকারের হাতে থাকলেও, সময়ের ভিত্তিতে ভাড়া ঠিক করার বিষয়ে ক্যাব সংস্থাগুলিকেও কিছুটা স্বাধীনতা দেওয়া হয়েছে।

সড়ক পরিবহণ মন্ত্রকের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, দেশের প্রতিটি রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে সংশোধিত নিয়মগুলি বাস্তবায়ন করতে হবে। এই নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকার চাইলে বাইক ট্যাক্সিকে পরিবহণের বিকল্প হিসেবে অনুমোদন দিতে পারবে। এর ফলে সাধারণ মানুষের জন্য যাতায়াত যেমন আরও সহজ ও সাশ্রয়ী হবে, তেমনই যানজট ও দূষণও কমবে। অ্যাপভিত্তিক ক্যাব চালকরাও উপকৃত হবেন। নতুন নিয়ম অনুযায়ী, মোট ভাড়ার অন্তত ৮০ শতাংশ চালককে দিতে হবে। সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী, চালকের পারিশ্রমিক দৈনিক, সাপ্তাহিক বা পাক্ষিক ভিত্তিতে মিটিয়ে দিতে হবে এবং কোনও বকেয়া রাখা যাবে না। এমনকি যদি গাড়িটি ক্যাব সংস্থার মালিকানাধীনও হয়, তা হলেও চালককে ভাড়ার কমপক্ষে ৬০ শতাংশ দিতে হবে। এছাড়া, যাত্রী যদি কোনও বৈধ কারণ ছাড়াই বুকিংয়ের পর রাইড বাতিল করেন, সে ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য হতে পারে।

র‍্যাপিডো ও উবর-সহ একাধিক অ্যাপ-ভিত্তিক পরিবহণ সংস্থা কেন্দ্রের এই নতুন নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে। র‍্যাপিডোর তরফে একে ‘বিকশিত ভারতের পথে অগ্রগমনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে কম পরিকাঠামো সম্পন্ন এলাকাগুলিতেও সাশ্রয়ী মূল্যে পরিবহণ পরিষেবা সম্প্রসারণের পথ আরও সহজ হবে।