Mamata Banerjee Letter To Amit Shah : সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

10

ডিজিটাল ডেস্ক, ৩ জুলাই : সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক ও বিভ্রান্তিকর কনটেন্টের আধিক্যে সমাজে নানা স্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক নাগরিকদের সম্মানহানি ঘটছে, যা উদ্বেগজনক। এই পরিস্থিতি সামাল দিতে কার্যকর সাইবার আইন প্রণয়ন ও তার কড়া বাস্তবায়ন এখন সময়ের দাবি। এমনটাই মনে করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, শুধু কঠোর আইনই নয়, জনসচেতনতা বৃদ্ধির জন্যও প্রয়োজন যথাযথ পদক্ষেপ—বিশেষ করে ডিজিটাল মাধ্যমে সচেতনতা বাড়ানো দরকার (Mamata Banerjee Letter To Amit Shah)।

সাম্প্রতিক সময়ে সাইবার প্রতারণার জালে পা দিয়ে বহু মানুষ আর্থিক ক্ষতি, সম্মানহানি এমনকি সম্পর্কের ভুয়ো প্রতিশ্রুতির শিকার হচ্ছেন। বিভিন্ন বয়সি মহিলা ও পুরুষকে নানা ছলচাতুরির মাধ্যমে ঠকানো হচ্ছে। সাইবার থানায় এমন একাধিক অভিযোগ জমা পড়েছে, যা পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কানেও। বিষয়টি নিয়ে তিনি প্রকাশ করেছেন গভীর উদ্বেগ। তাঁর মতে, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় কোনও ঘটনার বিকৃত ও অতিরঞ্জিত রূপ প্রচারিত হচ্ছে, যা সমাজে বিভ্রান্তি তৈরি করছে। রাজ্যের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে এমন বিভ্রান্তিকর পোস্ট রুখতে হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশকেও। মুখ্যমন্ত্রী মনে করেন, ডিজিটাল মাধ্যম ব্যবহারের সময় সাধারণ মানুষের সতর্কতার অভাব থেকেই এই সব ঘটনা ঘটছে। তাই কঠোর আইনের পাশাপাশি ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করাও এখন অত্যন্ত জরুরি বলে তিনি মনে করছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে এসব ঘটনার একাধিক দৃষ্টান্ত তুলে ধরেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বৃহস্পতিবার লেখা সেই চিঠিতে অনুরোধ জানিয়েছেন—সাইবার অপরাধ দমনে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়। তিনি মত প্রকাশ করেছেন, প্রয়োজনে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়ে হস্তক্ষেপ হোক। নতুন করে আইন প্রণয়ন কিংবা বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা জরুরি বলেও জানিয়েছেন তিনি।