CBI FIR Against Sheikh Shahjahan : বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই-এর এফআইআর

10

ডিজিটাল ডেস্ক, ৬ জুলাই : বিজেপি কর্মী হত্যাকাণ্ডে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই (CBI FIR Against Sheikh Shahjahan)। কলকাতা হাই কোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলার তদন্তভার গ্রহণ করে, এবং এরপরই আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করে তদন্তের কাজ শুরু করে দেয়। এক সিবিআই আধিকারিক পিটিআইকে এই তথ্য জানিয়েছেন।

সিবিআই সূত্রে জানা গেছে, বিজেপি কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় শেখ শাহজাহান-সহ মোট ২৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুন, তথ্য প্রমাণ লোপাট, দাঙ্গা সৃষ্টি, অস্ত্র নিয়ে হানাহানি, যার ফলে মৃত্যু ঘটেছে—এছাড়াও বেআইনি জমায়েত, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা, অপহরণ এবং অনুমতি ছাড়া কারও বাড়িতে প্রবেশের মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। সূত্রের আরও দাবি, কলকাতা হাই কোর্টের নির্দেশ পাওয়ার পর সিবিআই বসিরহাট আদালত থেকে মামলার যাবতীয় নথি সংগ্রহ করে। তারপরই তারা আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করে তদন্ত প্রক্রিয়া শুরু করে দেয়।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সন্দেশখালির ভাঙ্গিপাড়ায় শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। সেই টালমাটাল পরিস্থিতির মধ্যেই, ৮ জুন, একই পরিবারের দুই বিজেপি কর্মী খুন হন বলে অভিযোগ ওঠে। এখনও পর্যন্ত তাঁদের পরিবারের একজন সদস্য নিখোঁজ রয়েছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অভিযোগ অনুযায়ী, নিহত দুই বিজেপি কর্মী—প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডল—কে গুলি করে খুন করা হয়। ওই ঘটনার সময় মাথায় গুলি লেগে মৃত্যু হয় তৃণমূলের এক কর্মী, কায়ুম আলি মোল্লারও। অন্যদিকে, বিজেপি পরিবারভুক্ত দেবদাস মণ্ডলের কোনো সন্ধান মেলেনি এখনও পর্যন্ত। ঘটনার পর নিহতদের পরিবারের পক্ষ থেকে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে সন্দেশখালির প্রভাবশালী নেতা শেখ শাহজাহানের নাম উঠে এলেও, পরে সিআইডি তদন্ত শুরু করে এবং আদালতে যে চার্জশিট জমা দেয়, তাতে তাঁর নাম বাদ পড়ে। চার বছর পর, নিহত বিজেপি কর্মীর স্ত্রী পদ্মা মণ্ডল কলকাতা হাই কোর্টে চার্জশিটকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই আদালত সিবিআইকে তদন্তভার গ্রহণের নির্দেশ দেয়।