SSC Update High Court : বড় ঘোষণা! SSC নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না কারা? কী জানাল হাইকোর্ট

17

ডিজিটাল ডেস্ক, ৭ জুলাই : আজ এসএসসি-র ৩০ মে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য একটি তাৎপর্যপূর্ণ রায় দেন। তিনি স্পষ্টভাবে জানান যে, সুপ্রিম কোর্টের নির্দেশই সর্বোচ্চ এবং সেই নির্দেশ অনুসরণ করেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে হবে (SSC Update High Court)।

সোমবার রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন স্পষ্টভাবে জানিয়ে দেয় তাদের অবস্থান ‘চিহ্নিত অযোগ্য’ প্রার্থীদের নিয়ে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা হয়নি যে ‘চিহ্নিত অযোগ্য’রা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। তবে, ওই নির্দেশ অনুযায়ী তারা বয়স সংক্রান্ত ছাড় পাবেন না। যদি তাদের নতুন নিয়োগে অংশগ্রহণে বাধা দেওয়া হয়, তাহলে ২০১৬ সালের নিয়োগে ব্যর্থ হওয়া প্রার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত।”

সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর শিক্ষা দফতর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে এসএসসি-র ২০২৫ সালের ওই বিজ্ঞপ্তিকে ঘিরে আইনি বিতর্ক শুরু হয়, কারণ একাংশের অভিযোগ, এই বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। ফলস্বরূপ, কলকাতা হাই কোর্টে একটি মামলা দায়ের হয়। মামলাকারীদের অভিযোগ, প্রায় ৪৪ হাজার শূন্যপদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তা আইনসম্মত নয়। তাঁদের দাবি, ২০১৬ সালের নির্বাচনী প্রক্রিয়া ওই বছরের প্রযোজ্য বিধিমালার ভিত্তিতে সম্পন্ন করা উচিত ছিল এবং সেই সময়ের চাকরিপ্রার্থীদের মধ্য থেকেই নিয়োগ করতে নির্দেশ ছিল শীর্ষ আদালতের। কিন্তু বাস্তবে সেই নিয়ম মানা হয়নি। এছাড়াও, বয়স সংক্রান্ত ছাড় নিয়েও সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও তাঁদের দাবি।

প্রসঙ্গত ২০১৬ সালের এসএসসি নিয়োগকে কেন্দ্র করে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ সামনে আসে, যার তদন্তে সিবিআই একাধিক অনিয়মের প্রমাণ পায়। সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দেয়। এরপর রাজ্য সরকার ও এসএসসি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে ওই বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন একাংশ চাকরিপ্রার্থী। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, নতুন নিয়োগ প্রক্রিয়া চালু থাকলেও যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বা যাঁদের নিয়োগ বাতিল হয়েছে, তাঁদের কোনও অবস্থাতেই পুনরায় নিয়োগের সুযোগ দেওয়া যাবে না। পাশাপাশি, এসএসসি-কে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।