Documents For Voter Card : আগামী মাস থেকে ইসির সর্বভারতীয় ভোটার তালিকা সংশোধন? আপনি জানেন তো কোন ১১ টি নথিকে নাগরিকত্বের স্বীকৃতি দিচ্ছে নির্বাচন কমিশন?
ডিজিটাল ডেস্ক, ১৪ জুলাই : অগাস্ট থেকে শুরু হতে পারে দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধন।
বিহারে যেমন করা হচ্ছে, ঠিক তেমনই আগামী মাসে দেশ জুড়ে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) চালু করার জন্য নির্বাচন কমিশন রাজ্য জুড়ে তার নির্বাচনী তৎপরতা বৃদ্ধি করছে। গত সপ্তাহে সুপ্রিম কোর্ট এসআইআরকে “সাংবিধানিক আদেশ” বলে অভিহিত করার এবং নির্বাচন প্যানেলকে বিহারে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে (Documents For Voter Card)।
কোন ১১ টি নথিকে নাগরিকত্বের স্বীকৃতি দিচ্ছে নির্বাচন কমিশন?
১. জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট
২. পাসপোর্ট
৩. ম্যাট্রিকুলেশন বা উচ্চশিক্ষার শংসাপত্র
৪. সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশনের আদেশ
৫. স্থায়ী বসবাসের শংসাপত্র
৬. বন-অধিকার শংসাপত্র
৭. জাতিগত শংসাপত্র (এসসি/এসটি/ওবিসি)
৮. এনআরসি নথি (প্রযোজ্য ক্ষেত্রে)
৯. স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন
১০. জমি বা বাড়ি বরাদ্দের দলিল
১১. ১৯৮৭ সালের আগে সরকারী বা পিএসইউ কর্তৃক জারি করা পরিচয়পত্র
আধার, প্যান এবং ড্রাইভিং লাইসেন্স স্বতন্ত্র প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়।
আগামী ২১ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। কংগ্রেস মঙ্গলবার বাদল অধিবেশনে তাদের রণকৌশল নিয়ে একটি শীর্ষস্তরের বৈঠক ডেকেছে। ফলে এই ইস্যুতে বাদল অধিবেশন যে উত্তপ্ত করবে বিরোধীরা তা বলাই বাহুল্য।
আগামী ২৮ জুলাই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিনই দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সুপ্রিম কোর্ট।