Vaibhav Suriyavanshi:বৈভবে মুগ্ধ ক্রিকেট মহল,নজিরে বিহার বয়

11

ডিজিটাল ডেস্ক ১৪ই জুলাইঃ ১৪ বছরের বৈভব সূর্যবংশীর ছটায় এখন ক্রিকেট-বিশ্ব আলোকিত। ব্যাট হাতে তার বাইশ গজে নামা মানেই একের পর এক রেকর্ড আর চার-ছক্কার ফুলঝুরি। এই বয়সেই বিহারের কিশোর যা যা নজির গড়েছে, তা বাইশ গজের দুনিয়ার কিংবদন্তিরাও করতে পারেননি।

তবে এবার ব্যাট হাতে নয়, বৈভব রেকর্ড গড়ল বল হাতে(Vaibhav Suriyavanshi)। শুনতে অবাক লাগলেও এটাই হয়েছে। ইংল্যান্ড-ভারত অনূর্ধ্ব-১৯ টেস্টে উইকেট শিকারি বৈভবকে দেখা গেল। আর উইকেট নিয়েই সে নাম তুলে দিল ইতিহাসের পাতায়।

ইংল্যান্ডের উইকেটে তখন জাঁকিয়ে বসেছে হামজা এবং রকি ফ্লিনটপ। ভারতকে ম্যাচে ফিরতে হলে তৃতীয় উইকেটের এই জুটি ভাঙতেই হত। এমন সময় অধিনায়ক আয়ুষ মাত্রে বল তুলে দেয় বাঁ-হাতি স্পিনার বৈভবের হাতে। সুযোগ হাতছাড়া করেনি সে। তার তৃতীয় ওভারের শেষ বলটা ছিল লো ফুলটস। হামজা আগ্রাসী শট খেলতে উদ্যত হয়। যদিও তার শট সরাসরি লং অফে চলে যায়। ক্যাচ আউট হয়ে ৮৪ রানে সাজঘরে ফেরে হামজা। তাদের জুটিতে ওঠে ১৫৪ রান।

হামজাকে আউট করে যুব টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারি হিসেবে নজির গড়েছে বৈভব। মাত্র ১৪ বছর ১০৭ দিন বয়সে এই রেকর্ড গড়ার স্বাদ পেয়েছে সে। এর আগে সবচেয়ে কম বয়সে উইকেট পাওয়ার রেকর্ড ছিল মনীষীর। ১৫ বছর ১১৫ দিন বয়সে প্রথম উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিল সে। যুব টেস্টে সর্বকনিষ্ঠ উইকেটশিকারি হিসেবে ১০ জনের তালিকায় ভারতীয় মধ্যে এখন একা বৈভব সূর্যবংশী।

৪৫তম ওভারের শেষ বলে বামহাতি অর্থোডক্স স্পিনার বৈভব একটি নিচু ফুল টস করে, যা হামজা শেখ লং-অফের দিকে উড়িয়ে দেন, কিন্তু হেনিল প্যাটেল দুর্দান্ত ক্যাচ নিয়ে বৈভবকে উইকেট পেতে সাহায্য করেন। বৈভব হয়ে ওঠে যুব টেস্টে সর্বকনিষ্ঠ উইকেট নেওয়া ভারতীয়।দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ইংল্যান্ড ৫ উইকেটে ২৩০ রান সংগ্রহ করেছে। ভারতের হয়ে হেনিল প্যাটেল প্রথম ওভারেই ওপেনার আর্চি ভনকে আউট করেন। এরপর তিনি জ্যাডেন ডেনলিকে তাঁর শিকার বানান। এরপরই আসে ম্যাচের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি। বল করতে আস বৈভব সূর্যবংশী।

এই রেকর্ডটি এর আগে ছিল মনীষীর দখলে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫/৫৮ এবং ২/৩০ রানের পরিসংখ্যান রেকর্ড করেছিলেন তিনি। সেবার তিনি আউট করেছিলেন মার্কো জ্যানসেনকে।

তবে, সামগ্রিক রেকর্ডের ক্ষেত্রে এ ক্ষেত্রে সবার আগে রয়েছেন পাকিস্তানের মাহমুদ মালিক। ১৯৯৪ সালে ১৩ বছর ২৪১ দিন বয়সে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট নিয়েছিলেন তিনি।