Fishermen Arrest Bangladesh : আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগ! বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩৪ মৎস্যজীবী!
ডিজিটাল ডেস্ক, ১৫ জুলাই : আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের অভিযোগে কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবীকে বাংলাদেশে আটক করা হয়েছে (Fishermen Arrest Bangladesh)। মাছ ধরার সময় ভুলবশত সীমান্ত লঙ্ঘন করেন তাঁরা। সূত্রের খবর, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তাঁদের দুটি ট্রলারও বাজেয়াপ্ত করেছে। ঘটনায় গভীর উদ্বেগে রয়েছেন আটক মৎস্যজীবীদের পরিবার-পরিজনেরা। ইতিমধ্যেই মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ শুরু হয়েছে এবং কূটনৈতিক স্তরে যোগাযোগ করা হচ্ছে।
জানা গেছে, কিছুদিন আগে ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’ নামে দুটি ট্রলারে করে মাছ ধরতে সমুদ্রে রওনা হন কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী। বাংলাদেশ নৌবাহিনীর দাবি, ভুলবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ট্রলার দুটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। এরপরই উপকূলরক্ষী বাহিনী তাঁদের আটক করে এবং নিয়ে যায় মোংলা বন্দরে। বাজেয়াপ্ত করা হয় দুটি ট্রলারও। আটক মৎস্যজীবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশের কর্তৃপক্ষ। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।
আটকের খবর কাকদ্বীপে পৌঁছতেই উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে মৎস্যজীবীদের পরিবারে। আতঙ্ক আর দুশ্চিন্তায় ঘুম ছুটেছে তাঁদের। এক আত্মীয়ের কথায়, “ওরা ফোন করেছিল। শুনলাম, ধরে নিয়ে গেছে। জানি না এখন কী হবে।” প্রসঙ্গত, এ ধরনের ঘটনা নতুন নয়। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রায়ই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে মৎস্যজীবীরা বিপাকে পড়েন। এর ফলে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে মৎস্যজীবীদের আরও সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তরফে।