Mamata Banerjee On Assam Bengali Harassment : অসমে বাঙালি ‘হেনস্তা’য় মুখোমুখি মমতা-হেমন্ত

12

ডিজিটাল ডেস্ক, ১৯ জুলাই : আবারও বাঙালি আবেগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসমে বাঙালিদের হেনস্তার অভিযোগ ঘিরে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। মাতৃভাষা ও সংস্কৃতিকে ভালবাসেন যাঁরা, তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। স্পষ্টভাবে জানিয়ে দিলেন—বাঙালির সম্মান ও অধিকার রক্ষায় কোনও আপস নয় (Mamata Banerjee On Assam Bengali Harassment)।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “বাংলা দেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা—অসমেও তা প্রযোজ্য। যাঁরা সমস্ত ভাষা ও ধর্মকে শ্রদ্ধা করেন, তাঁদের শুধু মাতৃভাষার কারণে হেনস্তা করা অসাংবিধানিক ও বৈষম্যমূলক। বিজেপি সরকার অসমে তাদের বিভেদমূলক অ্যাজেন্ডা দিয়ে সব সীমা ছাড়িয়ে গেছে। আমি আহ্বান জানাচ্ছি—অসমবাসী রুখে দাঁড়ান। যাঁরা নিজের মাতৃভাষা ও পরিচয় রক্ষার লড়াই করছেন, তাঁদের প্রত্যেক সাহসী মানুষের পাশে আমি আছি।”

পালটা প্রতিক্রিয়া দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় মানুষেরা অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের কারণে কার্যত অস্তিত্ব সংকটে পড়েছেন। তাঁর দাবি, এটি কোনও হেনস্তার ঘটনা নয়, বরং অনুপ্রবেশজনিত সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই পদক্ষেপকে আইন শৃঙ্খলা রক্ষা ও জনসংখ্যাগত ভারসাম্য বজায় রাখার প্রয়াস বলেই ব্যাখ্যা করেছেন অসমের মুখ্যমন্ত্রী।

উল্লেখযোগ্যভাবে, গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের একাধিক অভিযোগ উঠে এসেছে। কোথাও মারধর, কোথাও হামলা বা লুটপাট, কখনও আবার উপার্জন কেড়ে নেওয়া কিংবা পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। এই ঘটনার প্রতিবাদে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাস্তায় নেমে আন্দোলনেও অংশ নিয়েছেন তিনি। অন্যদিকে, শুক্রবার দুর্গাপুরের সভামঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট জানিয়েছেন, যাঁরা অনুপ্রবেশে জড়িত, তাঁদের বিরুদ্ধে সংবিধান মেনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।