Weather Forecast : ফের বাংলার আকাশে দুর্যোগ? বুধবার পর্যন্ত সতর্কতা জারি কলকাতাতেও

77

ডিজিটাল ডেস্ক, ২৭ জুলাই : দক্ষিণ ভারতের কিছু অঞ্চলের উপর দিয়ে বয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি অক্ষরেখা। এই জোড়া অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি চলবে আগামী কয়েক দিন। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গেও দুর্যোগ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে (Weather Forecast)।

আলিপুর আবহাওয়া দফতর রবিবার একটি বিশেষ বুলেটিনে জানিয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে শুরু হয়ে উত্তর-পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও অতিক্রম করছে। অন্যদিকে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে রাজস্থানের বিকানের ও কোটার কাছ থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গের দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই দুই অক্ষরেখার মিলিত প্রভাবে সমুদ্র থেকে রাজ্যের দিকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলেই রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনাও রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায়।বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি চলতে পারে, তবে আপাতত নতুন করে কোনও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে, ফলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আটটি জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। যদিও বাকি জেলাগুলিতে সরাসরি সতর্কতা না থাকলেও ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। পাশাপাশি, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ফের ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে শনিবার পর্যন্ত আবহাওয়া প্রতিকূল থাকতে পারে বলে পূর্বাভাস।