Abhishek At India Alliance Meet : লোকসভা ভোটের পরে শনিবার ‘ইন্ডিয়া’র ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন অভিষেক?
ডিজিটাল ডেস্ক, ১৮ জুলাই : সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে শনিবার ভার্চুয়াল বৈঠকে বসছে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সর্বভারতীয় স্তরের এই গুরুত্বপূর্ণ আলোচনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অংশ নেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে অভিষেকের নাম ঘোষণা করা হয়েছে (Abhishek At India Alliance Meet)।
শনিবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ‘ইন্ডিয়া’ জোটের ভার্চুয়াল বৈঠক, যেখানে কলকাতা থেকে অনলাইনে অংশ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে কংগ্রেসের ডাকা এই বৈঠকে তৃণমূলের উপস্থিতি থাকছে, তবে বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল—২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর এই প্রথম ‘ইন্ডিয়া’ জোটের কোনও বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিনিধি যোগ দিচ্ছেন।
এই প্রেক্ষিতে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে—লোকসভার ফলাফল ঘিরে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কি এবার ধীরে ধীরে মুছে যেতে চলেছে?
আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে প্রধান ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে, শনিবার ‘ইন্ডিয়া’ জোটের ভার্চুয়াল বৈঠকে তাঁরা অংশ নেবেন। তৃণমূল কংগ্রেসের তরফে কংগ্রেস নেতৃত্বকে মৌখিকভাবে জানানো হয়েছিল যে, দল বৈঠকে উপস্থিত থাকবে। তবে দলের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে থাকবেন কি না, সে বিষয়ে আগাম কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। অবশেষে শুক্রবার তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে অংশ নেবেন।
শনিবারের ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে বাদল অধিবেশনে সংসদে কক্ষ সমন্বয়সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ গুরুত্ব পেতে চলেছে বিহারে ভোটার তালিকা ঘিরে নির্বাচন কমিশনের উদ্যোগ। বিধানসভা ভোটের আগে বিহারে যেভাবে একটি বিশেষ সমীক্ষা চালাচ্ছে কমিশন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৃণমূল-সহ একাধিক বিরোধী দল। তাদের আশঙ্কা, এই সমীক্ষার ফলে লক্ষ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। যদি বিহারে এই প্রক্রিয়া বাস্তবায়িত হয়, তাহলে ভবিষ্যতে তা অন্যান্য রাজ্যেও কার্যকর করা হতে পারে। উল্লেখযোগ্যভাবে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ, অসম ও কেরলের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে। এই প্রেক্ষাপটে, শনিবারের বৈঠক থেকে ভোটার তালিকা সংক্রান্ত এই বিশেষ সমীক্ষার বিরুদ্ধে বিরোধী দলগুলির যৌথ প্রতিক্রিয়া ও আন্দোলনের রূপরেখা নির্ধারণ হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে।