Air India Compensations : এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! অবশেষে আহমেদাবাদ দুর্ঘটনায় মৃত ১৪৭ পরিবারকে আর্থিক সাহায্য
ডিজিটাল ডেস্ক, ২৭ জুলাই : আহমেদাবাদ দুর্ঘটনার পর ক্ষতিপূরণ নিয়ে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠেছিল। সেই সমস্ত বিতর্কের মধ্যেই উড়ান সংস্থাটি ১৪৭ জন মৃত যাত্রীর পরিবারকে প্রাথমিকভাবে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আরও ৫২টি পরিবারের নথি যাচাই করা হচ্ছে। যাচাই শেষ হলে শীঘ্রই ওই পরিবারগুলিও একই পরিমাণ অর্থসাহায্য পাবেন (Air India Compensations)।
আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৬৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গুজরাট প্রশাসন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এ পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার তরফে মৃতদের পরিবার পিছু ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, আহতদের চিকিৎসার সমস্ত দায়ভারও নিয়েছে সংস্থা। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, কোনও বিমান দুর্ঘটনায় প্রাণহানির ক্ষেত্রে সংশ্লিষ্ট উড়ান সংস্থাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। তাই এই আর্থিক সহায়তা মূলত একটি বাধ্যতামূলক প্রক্রিয়ার অংশ।
যে সব পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, তাদের মধ্যে শুধু বিমানের যাত্রীরাই নয়, দুর্ঘটনাস্থলে নিহত স্থানীয় বাসিন্দার পরিবারও রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রত্যেক পরিবারকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত ক্ষতিপূরণ দেওয়ার সময় এই ২৫ লক্ষ টাকা সেই পরিমাণের মধ্যে থেকেই বাদ যাবে। এছাড়াও, মৃতদের পরিবারের ভবিষ্যতের সহায়তায় টাটা গোষ্ঠী একটি বিশেষ ট্রাস্ট গঠন করেছে। পাশাপাশি, আহমেদাবাদে যে কলেজ ভবনে বিমানটি ভেঙে পড়েছিল, সেই কলেজের পুনর্নির্মাণ ও মেরামতির দায়িত্বও নিয়েছে এয়ার ইন্ডিয়া।
তবে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ঘোষণার পরও বহু মৃত যাত্রীর পরিবার এখনও পর্যন্ত আর্থিক সাহায্যের টাকা পাননি। উল্টে ক্ষতিগ্রস্ত পরিবারদের এমন কিছু তথ্য জমা দিতে বলা হচ্ছে, যা গোপন ও আর্থিকভাবে সংবেদনশীল। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই একাধিক বিদেশি যাত্রী এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন। এই বিতর্কের মধ্যেই শুক্রবার সংস্থার তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১৪৭ জন মৃতের পরিবারকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। বাকি ৫২টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং তা শীঘ্রই সম্পন্ন হবে।