Bangladesh Import Ban : চিন ও পাকিস্তানের প্রতি অতিরিক্ত প্রেম! এবার খেসারত দিচ্ছে বাংলাদেশের ইউনুস সরকার। স্থল বন্দর দিয়ে একাধিক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এরফলে ব্যাপক ক্ষতির মুখোমুখি হচ্ছে ইউনুসের বাংলাদেশ। প্রভাব পড়ল, অসমের সুতারকান্দি ও সোনাহাট স্থল বন্দরে।
বাংলাদেশ সীমান্তের সব স্থল বন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের বাণিজ্য মন্ত্রক। আর এই নির্দেশে হাহাকার পরিস্থিতি বাংলাদেশে। উত্তর-পূর্বে বন্ধ প্রাণের সব খাদ্য সামগ্রী। বন্ধ হয়েছে রেডিমেড পোশাক, ফল, তূলা, কাঠের আসবাবপত্রের আমদানি। অসম, মেঘালয়, ত্রিপুরা বা মিজোরামের কোনও স্থলবন্দর দিয়ে পণ্য ভারতে ঢুকতে দেওয়া হবে না।
ধুবড়ির সোনাহাট স্থল বন্দর দিয়ে ভারতে আমদানি হত রেডিমেড পোশাক, তুলা, প্লাস্টিকের সামগ্রী, প্লাইউড তৈরির কাঁচামাল ইত্যাদি। বাণিজ্য মন্ত্রকের নিষেধাজ্ঞার পর এই সামগ্রীগুলির আমদানি বন্ধ হয়ে গেছে। তবে সোনাহাট দিয়ে বাংলাদেশে শুধুমাত্র রপ্তানি হচ্ছে পাথর।
ধুবড়ির সোনাহাটের মতোই পরিস্থিতি শ্রীভূমির সুতারকান্দিতেও। সুতারকান্দি স্থল বন্দর দিয়ে প্রতিদিন আমদানি হত, প্রাণ, RFL সহ বিভিন্ন সংস্থার পণ্য। কিন্তু বাণিজ্য মন্ত্রকের নিষেধাজ্ঞা জারির পর থেকে স্তব্ধ হয়ে গেছে সুতারকান্দি স্থল বন্দরও।
শুধু সোনাহাট বা সুতারকান্দি নয়, উত্তর-পূর্বের প্রতিটি স্থল বন্দর কার্যত স্তব্ধ। ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইকে বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশের বহু শিল্প প্রতিষ্ঠান।
Comments are closed.