Bridge On Damodar River:৫০ ছুঁই ছুঁই কৃষক সেতুর বিকল্প শিল্পসেতুতে উপকৃত একাধিক জেলা

9

ডিজিটাল ডেস্ক ৯ই জুলাইঃ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে দামোদর নদের উপর তৈরি হচ্ছে শিল্পসেতু। কারণ বর্তমানে যে কৃষক সেতু রয়েছে তার বয়স ইতিমধ্যেই ৫০ ছুঁই ছুঁই। আর যতদিন যাচ্ছে ততই সেতুর অবস্থা আরও দুর্বল হচ্ছে । তাই রাজ্যের তরফ থেকে কৃষক সেতুর পাশেই নয়া শিল্প সেতু তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দামোদরের উপর প্রায় ৫০ বছরের পুরোনো কৃষক সেতুর উপরে চাপ কমাতেই দেড় বছর আগে শিল্প সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এই কৃষক সেতুর সমান্তরালেই তৈরি হবে শিল্প। জানা গিয়েছে,শিল্প সেতুর দৈর্ঘ্য হবে ৬৪০ মিটার। ইডেন ক্যানালের উপর সেতুর দৈর্ঘ্য হবে ৮০ মিটার। সেতুটি হবে তিন লেনের। সেতুর দু’ধারে ফুটপাথও থাকবে। সংযোগকারী রাস্তা হবে ১.২ কিলোমিটারের(Bridge On Damodar River)।

প্রায় সাড়ে ৪০০ কোটি টাকা খরচ করে দামোদরের উপর তৈরি হচ্ছে শিল্প সেতু। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পাশাপাশি আর্থিক সাহায্য মিলেছে বলেও জানা গিয়েছে পূর্ত দপ্তর সূত্রে। একইসঙ্গে বর্ধমানের সদরঘাটে বর্তমানে থাকা কৃষক সেতুর অদূরে ডিভিসির ইডেন ক্যানালের উপরেও একটি নয়া সেতু নির্মাণ হবে একসঙ্গে। কাজ সম্পূর্ণ হলে বর্ধমানের সঙ্গে হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। বর্ধমানে এসে প্রশাসনিক ও দলীয় সভা থেকেই এই সেতুর কথা ঘোষণা করেছিলেন তিনি।

২০২৪ সালের রাজ্য বাজেটে এই শিল্প সেতু নির্মাণে অর্থ বরাদ্দ করা হয়। একইসঙ্গে ইডেন ক্যানালের উপরেও সেতু গড়ার কথা ঘোষণা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,প্রথমে প্রস্তাব ছিল ২৪৬ কোটি টাকায় সেতু গড়া হবে। বর্ধমান–আরামবাগ রোড অর্থাৎ ৭ নম্বর রাজ্য সড়কের উপরে হবে এই সেতু। প্রাথমিক পর্যায়ে নতুন এই দুই সেতু গড়তে বেশ কিছু জবরদখল উচ্ছেদ করা হয়।

বর্তমানে থাকা কৃষক সেতুর রায়নার দিকে নয়া সেতু গড়া হবে। কিন্তু দরপত্র আবেদনকারীর সংস্থার তরফে ওই টাকায় পাঁচটি স্তম্ভের উপর ‘এক্সট্রা ডোজ় কেবল স্টেড’ ব্রিজ করা সম্ভব নয় বলে জানানো হয়। এর পরেই রাজ্যের পূর্ত দপ্তর কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে ৪০১.২৪ কোটি টাকা বরাদ্দের আবেদন করে।