ডিজিটাল ডেস্ক, ২১ মে : কাটল জট! প্রস্তাবিত বাস ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালো বাস মালিক সংগঠনরা (Bus Strike Withdrawn)। সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হল বাস ধর্মঘট। প্রশাসনের সাঠে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার লালবাজারে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার উপস্থিতিতে বাস মালিকদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাস সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে শ্যামবাজার, শিয়ালদহ ও ভবানীপুরে স্পেশাল রেস্ট্রিকশন এবং অ্যান্টিপলিউশন সেকশন থেকে পাঁচশো টাকা করে আদায় করা হত—এমন অভিযোগ উঠেছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই অভিযোগের ভিত্তিতে এবার কঠোর নজরদারি চালানো হবে। তারা আরও জানান যে পুলিশের কাছে সমস্ত প্রমাণ জমা দেওয়া হয়েছে এবং পুলিশ কমিশনার মনোজ ভার্মা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রত্যেকটি অভিযোগ যথাযথভাবে বিবেচনা করা হবে।
কলকাতা পুলিশের আশ্বাস পাওয়ার পর ৭২ ঘণ্টার বাস ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এলেন পরিবহণ ব্যবসায়ীরা। নগরপাল আশ্বস্ত করেছেন যে তাঁদের সমস্যা সমাধানের দায়িত্ব পুলিশের, এবং ১ সেপ্টেম্বর পর্যন্ত সংযোগ পোর্টালের নিয়ম শিথিল থাকবে, পুরনো মামলা তোলা হবে না।
সাংবাদিক বৈঠকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, বাস মালিকদের হেনস্থা করা সরকারের উদ্দেশ্য নয়। তবে নিয়ম ভাঙলে পুলিশ ব্যবস্থা নেবে, এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, আগামী তিন মাস সংযোগ পোর্টাল চালু থাকবে, এরপর আবার বৈঠক হবে।
পরিবহণ ধর্মঘটের সম্ভাবনা নিয়ে মঙ্গলবার পুলিশের সঙ্গে বৈঠক করেছিলেন পরিবহণ ব্যবসায়ীরা। তবে বৈঠক থেকে কোনো স্পষ্ট সমাধান সূত্র বের হয়নি বলে প্রথমে দাবি করেছিলেন বাস মালিকদের সংগঠনের নেতারা। ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু তখন বলেছিলেন, “শুধুমাত্র মৌখিক আশ্বাস মিলেছে, তাই ধর্মঘটের সিদ্ধান্ত বহাল থাকবে।”
তবে শেষ পর্যন্ত ধর্মঘটের পথে না যাওয়ায়, রাজ্যজুড়ে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে, যা অফিসযাত্রীদের জন্য স্বস্তির বিষয়।