Case Against Mamata Banerjee In Supreme Court : মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, মিলল ‘সুপ্রিম’ দাওয়াই
ডিজিটাল ডেস্ক, ২১ জুলাই : আদালত অবমাননা মামলায় সুপ্রিম কোর্ট থেকে স্বস্তি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলাকারীকে ভর্ৎসনা করলেন প্রধান বিচারপতি। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ সপ্তাহ পর (Case Against Mamata Banerjee In Supreme Court)।
গত ৩ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। সেই রায়ে রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়। অভিযোগ, এই রায় নিয়ে সাংবাদিক সম্মেলনে বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগকে ভিত্তি করে ‘আত্মদীপ’ নামে একটি সংগঠন সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করে।
সংগঠনের দাবি, ৩ এপ্রিলের রায় সম্পর্কে মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করেছেন। ২৪ এপ্রিল এই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। মামলার তথ্য ও প্রাসঙ্গিক নথিপত্র জমা দেওয়া হয় গত শনিবার। মামলাকারীর আইনজীবী আয়ুষ আনন্দ মুখ্যমন্ত্রীর বক্তব্যের ইংরেজি অনুবাদও আদালতে পেশ করেন।
সোমবার প্রধান বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানির শুরুতেই মামলাকারীর উদ্দেশে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, “মামলা খারিজ করে দেব না কেন, সেটা বলুন? সব কিছুতে রাজনীতি টানবেন না। রাজনীতির লড়াই আদালতের বাইরে করুন।” এরপর প্রধান বিচারপতি জানান, মামলার পরবর্তী শুনানি হবে চার সপ্তাহ পর।
এদিন মামলাকারী আইনজীবী জানান, অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে, সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মামলাটি স্থগিত রাখা হোক। এরপরই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, রাজনৈতিক উদ্দেশ্যে আদালতের ব্যবহার বরদাস্তযোগ্য নয়।
মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে চার সপ্তাহ পর। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, “আইন ও বিচারব্যবস্থার পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব, সে ব্যক্তি যেই হোক না কেন। আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন।”