ডিজিটাল ডেস্ক, ১৬ জুলাই : অপারেশন সিঁদুরের পর দেশের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান (CDS On Army Power)। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘গতকালের অস্ত্রে ভর করে আজকের যুদ্ধ জেতা সম্ভব নয়। ভারতকে যুদ্ধক্ষেত্রে প্রাধান্য পেতে হলে ভবিষ্যতের প্রযুক্তিকে আরও দক্ষতার সঙ্গে রপ্ত করতে হবে।’’ তিনি জোর দিয়ে জানান, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে হবে, যাতে প্রতিকূল পরিস্থিতিতেও ভারত কার্যকর প্রতিরোধ গড়তে পারে।
বুধবার দিল্লিতে ‘ইউএভি এবং কাউন্টার-ইউএএস (সি-ইউএএস) সিস্টেম’ বিষয়ক এক প্রদর্শনীতে অংশ নেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান। সেখানেই তিনি স্পষ্ট বার্তা দেন— প্রতিরক্ষা প্রযুক্তির দিক থেকে ভারত আর বিদেশি উৎসের উপর নির্ভরশীল থাকতে পারে না। তাঁর কথায়, ‘‘যেকোনও সামরিক অভিযানে বিদেশি নির্ভরতা আমাদের দুর্বল করে তোলে।’’
জেনারেল চৌহান আরও বলেন, ‘‘ড্রোন প্রযুক্তির বিকাশ যদিও তুলনামূলকভাবে ধীর, তবে এর ব্যবহারে এক বিপ্লব ঘটে গেছে। ড্রোন এখন শুধু নজরদারি নয়, সামরিক অভিযানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর কৌশলগত গুরুত্ব আমাদের গভীরভাবে উপলব্ধি করতে হবে।’’
অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান স্মরণ করিয়ে দেন, ‘‘গত ১০ মে পাকিস্তান ভারতের ওপর ড্রোন হামলা চালিয়েছিল। তবে আমাদের সেনাবাহিনী সেই হামলা সম্পূর্ণ ব্যর্থ করে দেয়। দেশের সামরিক বা বেসামরিক কোনও সম্পত্তির ক্ষতি হয়নি। বরং বেশ কয়েকটি ড্রোন প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘অপারেশন সিঁদুর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ভারতের ভৌগোলিক বাস্তবতা ও প্রতিরক্ষা চাহিদা অনুযায়ী দেশীয় কাউন্টার-ইউএএস (C-UAS) সিস্টেম তৈরি করা অত্যন্ত জরুরি। এই খাতে আরও বেশি বিনিয়োগের প্রয়োজন রয়েছে। আমাদের প্রস্তুত থাকতে হবে, যাতে ভবিষ্যতের যেকোনও হুমকির যথাযথ ও সময়োপযোগী মোকাবিলা করা সম্ভব হয়।’’
দেশীয় প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করে সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান বলেন, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে অস্ত্র ও যুদ্ধকৌশল আরও আধুনিক, সাশ্রয়ী এবং বহুমুখী হয়ে উঠেছে। একসময় যুদ্ধের প্রতীক ছিল ভারী রাইফেল, যা এখন রূপ নিয়েছে হালকা, দীর্ঘ পাল্লার এবং রাতেও কার্যকর এমন অস্ত্রে। ট্যাঙ্ক ও যুদ্ধবিমানও আগের তুলনায় এখন অনেক হালকা, দ্রুতগামী এবং নিরাপদ।’’
তিনি জোর দিয়ে বলেন, ‘‘ড্রোন এবং কাউন্টার-ড্রোন প্রযুক্তির ক্ষেত্রেও আমাদের আরও অগ্রগতি প্রয়োজন। আজকের যুদ্ধ আর ‘গতকালের প্রযুক্তি’ দিয়ে জেতা সম্ভব নয়।’’ তাঁর বার্তা, ‘‘ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে আমাদের প্রযুক্তিগত সক্ষমতা দেশীয়ভাবেই গড়ে তুলতে হবে এবং তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।’’