Central Fixed Medicine Price : ক্যানসার, ডায়াবিটিস-সহ ৭১টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র, জানেন নতুন দাম কত?

13

ডিজিটাল ডেস্ক, ১৫ জুলাই : ৭১টি অত্যাবশ্যকীয় ওষুধের জন্য নতুন দাম নির্ধারণ করল কেন্দ্রীয় সরকার। ক্যানসার ও ডায়াবেটিসের মতো প্রাণঘাতী রোগের ওষুধও রয়েছে এই তালিকায়। সরকারি বিজ্ঞপ্তি মারফত কেন্দ্র ওষুধগুলির সংশোধিত মূল্য প্রকাশ করেছে। জানা গিয়েছে, দেশের ওষুধের দাম নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (NPPA) এই নতুন দাম নির্ধারণ করেছে (Central Fixed Medicine Price)।

জানা গিয়েছে, নির্ধারিত কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থার ক্ষেত্রেই এই নতুন মূল্যবিধি প্রযোজ্য হবে। উদাহরণস্বরূপ, ‘রিলায়েন্স লাইফ সায়েন্সেস’ প্রস্তুত করে ‘ট্রাস্টুজুমাব’ নামের একটি গুরুত্বপূর্ণ ওষুধ, যা মেটাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। কেন্দ্রীয় সরকার এই ওষুধের দাম নির্ধারণ করে দিয়েছে। ৪ জুলাই প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, বাজারে প্রতিটি ভায়ালের দাম হবে ১১,৯৬৬ টাকা।
অন্যদিকে, পেপটিক আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয় ‘টরেন্ট ফার্মাসিউটিক্যাল্‌স’-এর একটি সংমিশ্রণ ওষুধ, যাতে রয়েছে ক্ল্যারিথ্রোমাইসিন, এসোমেপ্রাজল এবং অ্যামোক্সিসিলিন। এই ওষুধের প্রতিটি ট্যাবলেটের দাম নির্ধারিত হয়েছে ১৬২ টাকা ৫০ পয়সা।

এ ছাড়াও, ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত বেশ কয়েকটি সংস্থার মোট ২৫টি ওষুধের দাম বেঁধে দিয়েছে সরকার। এর মধ্যে সিটাগ্লিপ্টিনের মতো গুরুত্বপূর্ণ ওষুধও রয়েছে। শুধু তা-ই নয়, কিছু সংস্থার তৈরি সাধারণ জ্বর ও ব্যথার ওষুধ প্যারাসিটামলের দামও নির্ধারিত হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের ওষুধের মূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালার ভিত্তিতে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, চলতি বছর দেশে ৭৪৮টি ওষুধের দাম বাড়ায় কেন্দ্র সরকার। মূল্যবৃদ্ধির এই সময়ে জীবনদায়ী ওষুধের এমন মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছিল সাধারণ মানুষ। সেই সময় কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল একাধিক বিরোধী দল।