Central Health Ministry Corruption: কাঠগড়ায় শীর্ষ সরকারি আমলা ,বেসরকারি মেডিক্যাল কলেজ,নিশানায় স্বাস্থ্য মন্ত্রক,ইউজিসি!

15

ডিজিটাল ডেস্ক ৫ই জুলাইঃ ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-এ প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের ঘটনা গত বছর বিতর্ক তৈরি করেছিল দেশ জুড়ে। দেওয়া হয়েছিল সিবিআই তদন্তের নির্দেশ। এ বার সামনে এল নতুন দুর্নীতির অভিযোগ (Central Health Ministry Corruption) !

সিবিআইয়ের অভিযোগ, পরিদর্শনের সময়সূচি এবং মূল্যায়নকারীদের নাম-সহ গোপনীয় তথ্য কয়েকটি বেসরকারি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের কাছে আগে থেকেই প্রকাশ করা হয়েছিল। যা পুরোপুরি বেআইনি এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি সরকারি পরিদর্শনের সময় ‘প্রতারণামূলক ব্যবস্থা’র বন্দোবস্ত করতে সক্ষম হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে এফআইআর-এ! এ ক্ষেত্রে ঘুষের আদানপ্রদানের অভিযোগও এনেছে সিবিআই।

ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান ডিপি সিংহের নাম আলাদা ভাবে এফআইআর-এ উল্লেখ করেছে সিবিআই। কারণ, বেসরকারি মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামো এবং পঠনপাঠন সংক্রান্ত গাফিলতির দিকগুলির চিহ্নিত করা সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব। স্বাস্থ্য মন্ত্রকের অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বেসরকারি মেডিক্যাল কলেজের পরিদর্শনের রিপোর্ট সংক্রান্ত ফাইলগুলির ছবি তুলে তা পাচার করেছেন। তার মধ্যে ওই বেসরকারি মেডিক্যাল কলেজগুলি সম্পর্কে উচ্চপদস্থ আধিকারিকদের ‘গোপনীয় মন্তব্য’ ছিল।

সিবিআই যে ৩৬ জনের নামে এফআইআর দায়ের করেছে, তাঁদের মধ্যে রয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রাওয়াতপুরা সরকার ওরফে রবিশঙ্কর মহারাজ, গুরুগ্রামের বীরেন্দ্র কুমার, দ্বারকার মনীষা যোশী, ইন্দোরের ইনডেক্স মেডিক্যাল কলেজের চেয়ারম্যান সুরেশ সিং ভদোরিয়া, উদয়পুরের গীতাঞ্জলি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ময়ূর রাওয়াল-সহ একাধিক ব্যক্তি। কেন্দ্রীয় তদন্তকারীদের ধারণা, এটা ভারতের ইতিহাসের সর্ববৃহৎ মেডিক্যাল কলেজ কেলেঙ্কারির অন্যতম। উত্তর ভারতের প্রায় সব রাজ্যের পাশাপাশি দক্ষিণেও ছড়িয়ে এর জাল। এই কেলেঙ্কারির নেপথ্যে রাজনৈতিক যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।