ডিজিটাল ডেস্ক, ৩০এপ্রিল: প্রায় পাঁচ মাস পর অবশেষে জামিন পেলেন বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু (Chinmoy Prabhu)। বুধবার ঢাকার উচ্চ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। তবে তাঁর মুক্তি এখনই নিশ্চিত নয়, কারণ আইনজীবী মহলের মতে, বিষয়টি কিছু আইনি জটিলতার মধ্যে রয়েছে। জামিন মিললেও তিনি কবে জেলের বাইরে আসতে পারবেন, তা এখনও অনিশ্চিত। তবে আপাতত তাঁর জামিনের খবরেই উচ্ছ্বাস প্রকাশ করেছে বাংলাদেশের সনাতন হিন্দু সমাজ।
২০২৪ সালের নভেম্বরে পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় প্রভুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয় এবং তাঁকে চট্টগ্রামের কারাগারে বন্দি করা হয়। একাধিকবার চট্টগ্রামের নিম্ন আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়, এমনকি শুনানির আগে তাঁর আইনজীবীদের উপর হামলার ঘটনাও ঘটে। পরে ঢাকা হাই কোর্টেও তাঁর জামিন আবেদন নাকচ করা হয়।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অভিযোগ, হিন্দু সন্ন্যাসী হওয়ার কারণেই ইউনুস সরকারের লক্ষ্যবস্তু হয়েছেন চিন্ময় প্রভু, যার ফলে তাঁর জামিন নিয়ে অযথা জটিলতা তৈরি হয়েছে। এর প্রতিবাদে হিন্দু সমাজ পথে নেমে আন্দোলন করেছে, যা শুধু বাংলাদেশেই নয়, এপার বাংলাতেও প্রতিফলিত হয়েছে। চিন্ময় প্রভুর জামিনের দাবিতে এদেশেও পোস্টার হাতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির জন্য দীর্ঘ ও কঠিন আইনি লড়াই চালিয়েছেন বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। ভারতে এসেও তিনি বারবার আশাবাদ ব্যক্ত করেছিলেন যে, যেভাবেই হোক তিনি জামিন নিশ্চিত করবেন। শেষ পর্যন্ত তাঁর সেই আত্মবিশ্বাসই সত্যি হলো। ৩০ এপ্রিল ঢাকার হাই কোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও আলি রেজার ডিভিশন বেঞ্চ চিন্ময় প্রভুকে জামিন মঞ্জুর করেছে। তবে তাঁর জেলমুক্তি এখনও নিশ্চিত নয়, কারণ বিষয়টি নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে।
Comments are closed.