Digha Jagannath Temple Donation Box : দিঘার জগন্নাথ মন্দিরে উপচে পড়া প্রণামী রাখতে তৈরি হচ্ছে আরও বাক্স!
ডিজিটাল ডেস্ক, ১৬ মে : পর্যটক থেকে সাধারণ মানুষের নজর কাড়ছে সৈকত শহরের এই মন্দির। মাত্র ১৫ দিন আগে জনসাধারণের জন্য খোলা হলেও এরই মধ্যে প্রণামী বাক্স উপচে পড়ছে! হিসাব অনুযায়ী, গত ১৫ দিনে মন্দিরে ৯ লক্ষেরও বেশি প্রণামী জমা পড়েছে, যা গুনতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। সুষ্ঠু হিসাব রাখার জন্য মন্দির কর্তৃপক্ষ আরও অন্তত ১০টি নতুন প্রণামী বাক্স তৈরির পরিকল্পনা করেছে (Digha Jagannath Temple Donation Box)। জগন্নাথধাম ট্রাস্ট কমিটির তরফে জানানো হয়েছে, কেউ যদি বড় অঙ্কের অর্থ দান করতে চান, তবে তা সরাসরি ট্রাস্ট কমিটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে পারবেন।
গত ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের মাধ্যমে সাধারণের জন্য খুলে যায় দিঘার জগন্নাথ মন্দির। উদ্বোধনের প্রথম চার-পাঁচ দিনের মধ্যেই ১০ লক্ষেরও বেশি দর্শনার্থী মন্দির দর্শন করেন। সেই থেকেই ভক্তদের ভিড় অব্যাহত রয়েছে, পাশাপাশি প্রণামীও ব্যাপকভাবে জমা পড়ছে। জগন্নাথধাম ট্রাস্ট কমিটির অন্যতম সদস্য ও কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানান, প্রতি মঙ্গলবার প্রণামী বাক্স খুলে হিসাব করা হয়। ১৩ মে হিসাব করার সময় দেখা যায়, প্রণামীর পরিমাণ ৯ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গণনার কাজ চলে, যেখানে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের কর্মী, প্রশাসনিক আধিকারিক, ট্রাস্টের সদস্য এবং স্বেচ্ছাসেবকরা। তিনি আরও জানান, ১০ ও ২০ টাকার নোটের সংখ্যাই বেশি। বিপুল পরিমাণ অর্থ জমা হওয়ার প্রবণতা দেখে মন্দির কর্তৃপক্ষ আরও ১০টি নতুন প্রণামী বাক্স তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
দিঘার জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে, ভিড়ের কারণে বহু মানুষ মূল প্রণামী বাক্স পর্যন্ত পৌঁছতে পারছেন না। তাই অতিরিক্ত ১০টি নতুন বাক্স তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বাক্সগুলি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হবে এবং প্রতিটিতে থাকবে দু’টি তালা। মন্দির চত্বরে বিভিন্ন স্থানে এগুলি রাখা হবে, যাতে যে কেউ সহজেই প্রণামী প্রদান করতে পারেন। বাক্সগুলির নিরাপত্তা ও হিসাব রাখার দায়িত্ব থাকবে কয়েকজন নির্দিষ্ট ব্যক্তির উপর, যারা নির্দিষ্ট সময় ধরে ডিউটি করবেন। ভক্তদের আগ্রহ এবং উৎসাহ দেখে বোঝাই যাচ্ছে, তাঁরা স্নেহ ও ভক্তির সঙ্গে জগন্নাথ-বলরাম-সুভদ্রার উদ্দেশে দান করছেন।
Comments are closed.