ডিজিটাল ডেস্ক, ৬ মে: কেরলের শবরীমালা আয়াপ্পা মন্দিরে এই প্রথমবার কোনও ভারতীয় রাষ্ট্রপতি পরিদর্শনে যাচ্ছেন (Droupadi Murmu Sabarimala)। আগামী ১৯ মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্দির পরিদর্শন করবেন বলে জানিয়েছে ত্রাভাঙ্কর দেবস্বম বোর্ড (TDB)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির এই সফর ঐতিহাসিক গুরুত্ব বহন করছে এবং এটি এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
আগামী ১৮ মে থেকে দু’দিনের কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সফরের প্রথম দিন, অর্থাৎ ১৮ মে, তিনি কোয়াট্টম জেলার একটি বেসরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর ১৯ মে সকালে তিনি নীলাক্কল হেলিপ্যাডে পৌঁছবেন এবং সেখান থেকে পাম্পা বেস ক্যাম্প হয়ে তীর্থযাত্রীদের মতো প্রায় ৪.২৫ কিলোমিটার পথ হেঁটে শবরীমালা আয়াপ্পা মন্দিরে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। তবে পরিস্থিতির উপর নির্ভর করে এই কর্মসূচিতে পরিবর্তন হতে পারে বলেও জানা গেছে।
দেবস্বম বোর্ডের সভাপতি পি.এস. প্রশান্ত জানিয়েছেন, “এই প্রথমবার কোনও রাষ্ট্রপতি শবরীমালা মন্দির পরিদর্শনে যাচ্ছেন। তবে তিনি হেঁটে মন্দিরে উঠবেন, নাকি গাড়ি করে পৌঁছবেন, সেই সিদ্ধান্ত নেবে এসপিজি (SPG)। আমরা তাদের নির্দেশ মেনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছি।” তিনি আরও জানান, রাষ্ট্রপতির সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল, তবে এখন তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে। এই প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন একটি বৈঠকও করেছেন। সফর নির্বিঘ্ন করতে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, কেরলের শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। মন্দিরের প্রাচীন রীতি অনুযায়ী, ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশাধিকার নেই সেখানে। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট এই প্রথাকে অসাংবিধানিক ঘোষণা করে, যা নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। অনেক হিন্দু সংগঠন এই রায়কে ধর্মীয় সংস্কৃতির পরিপন্থী বলে প্রতিবাদ জানায়। এমন প্রেক্ষাপটে, দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শবরীমালা মন্দির পরিদর্শনের সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রতীকী বলেই মনে করছে বিশ্লেষক মহল।
Comments are closed.