Earthquake In Delhi:অফিস শুরুর ব্যস্ততার মধ্যেই দীর্ঘ কম্পন দিল্লিতে,ভমিকম্পের মাত্রা ৪.৪

13

ডিজিটাল ডেস্ক ১০ই জুলাইঃ বৃহস্পতিবার সকালে কেঁপে উঠল দেশের রাজধানী । সকাল ৯টা ৪ মিনিট নাগাদ প্রবল কম্পন অনুভূত হয় দিল্লি, এনসিআর-সহ বিস্তীর্ণ এলাকায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর জেলা।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৪ এবং ভূগর্ভে ১০ কিমি গভীরে ছিল তার উৎসস্থল। বিরাট মাত্রার কম্পন না হলেও অনেকে বলছেন, এটি তাদের অভিজ্ঞতায় সবথেকে ‘দীর্ঘস্থায়ী'(long-time) ভূমিকম্প ছিল(Earthquake In Delh)! কম্পন টের পাওয়ার সঙ্গে সঙ্গেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন বহু মানুষ।

দিল্লির(delhi) বিভিন্ন আবাসন ও অফিসে ঝুলন্ত ফ্যান, লাইট বা জানালার কাচ কেঁপে ওঠে। গুরুগ্রাম ও নয়ডার অফিস পাড়ায় কর্মীদের অনেকে কম্পিউটার ও ডেস্ক কাঁপতে দেখে বাইরে বেরিয়ে আসেন।

ভূমিকম্পের উৎসস্থল থেকে অন্তত ২০০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মীরাট এবং শামলিতেও কম্পন টের পাওয়া গেছে। হরিয়ানার সোনিপত, হিসার, গুরুগ্রাম, রোহতক, দাদরি ও বহাদুরগড় শহরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

ইতিমধ্যে সতর্কবার্তা দিয়েছে এনডিআরএফ। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্কভাবে সিঁড়ি ব্যবহার করে বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে, ভূমিকম্প চলাকালীন গাড়ি চালাচ্ছেন এমন মানুষদের খোলা জায়গায় দাঁড়িয়ে পড়ার পরামর্শও দেয় তারা।

এই মুহূর্তে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই। তবে প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থানগত কারণে দিল্লিতে ভূমিকম্প অস্বাভাবিক কিছু নয়। আর ঝাজ্জর এলাকা মাঝারি মাত্রার ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যেই পড়ে এবং এর আগে বহুবার সেখানে কম্পন অনুভূত হয়েছে।