Firhad Hakim on SSC Protest : টিভিতে মুখ দেখাতে নাটক হচ্ছে, চাকরিহারাদের বিক্ষোভ প্রসঙ্গে ফিরহাদ হাকিম

10

ডিজিটাল ডেস্ক, ১৭ মে : ন্যায্য চাকরির দাবিতে বিকাশ ভবন চত্বরে চাকরিহারারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে পুলিশি অত্যাচারের অভিযোগ উঠলেও আন্দোলনকারীরা নিজেদের অবস্থান অটুট রেখেছেন। তাঁদের সাফ বক্তব্য, যতদিন না তাঁরা তাঁদের চাকরি ফিরে পান, ততদিন আন্দোলন চলবে। তবে এই প্রতিবাদকে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি মন্তব্য করেছেন যে, আন্দোলনকারীদের মূল লক্ষ্য শুধুমাত্র টেলিভিশনে মুখ দেখানো (Firhad Hakim on SSC Protest)।

সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি মামলায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হয়েছে, যা চাকরিহারাদের কাছে অত্যন্ত কঠিন সিদ্ধান্ত হয়ে উঠেছে। শীর্ষ আদালতের এই রায় মেনে নিতে তাঁরা প্রস্তুত নন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে নেতাজি ইনডোরে বৈঠক করলেও, পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে, ক্ষুব্ধ চাকরিহারাদের একাংশ রাস্তায় নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগে কসবা ডিআই অফিসে তাঁদের প্রতিবাদের কারণে উত্তেজনা ছড়িয়েছিল। বর্তমানে বিকাশ ভবন এলাকায়ও পরিস্থিতি টানটান। এদিকে, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, এই আন্দোলন চাকরিহারাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির প্রয়াস মাত্র।

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী চাকরি হারানোদের পাশে থাকার বার্তা দিয়েছেন, এবং সেই বার্তায় বহু মানুষ ভরসা রেখেছেন। অনেকেই ইতিমধ্যে আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন। তবে মেয়রের অভিযোগ, আন্দোলনকারীদের একটি অংশ ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাঁর বক্তব্য, কিছু চাকরিহারা শুধু টিভিতে মুখ দেখিয়ে আলোচনায় আসার জন্য ‘নাটক’ করছেন। কিন্তু তাঁদের মনে রাখা উচিত, সুপ্রিম কোর্টের রায় এভাবে বিকাশ ভবনের সামনে বসে বদলানো সম্ভব নয়। ফিরহাদ হাকিম আরও বলেন, যাঁরা সত্যিই সমস্যার সমাধান চান, তাঁরা মুখ্যমন্ত্রীর আশ্বাসে ভরসা রেখে সরে গিয়েছেন। কিন্তু এখন রাস্তায় বসে রয়েছেন শুধু সেই কয়েকজন, যারা পরিচিতি পাওয়ার লক্ষ্যে আন্দোলনকে ব্যবহার করছেন। চাকরিহারারা যা করছেন তাতে আইনি জটিলতা আরও বাড়বে বলে আশঙ্কা ফিরহাদের। তিনি মনে করেন, দুর্নীতির বিষয়টি সুপ্রিম কোর্ট দেখছে। ইতিমধ্যে শীর্ষ আদালত রায়ও দিয়েছে। কিছু পরিবর্তন করতে হলে তাঁরাই পারবেন। বিকাশ ভবনের সামনে আন্দোলন করে কোনও লাভ পাবেন না চাকরিহারারা। বরং তাঁদেরই সমস্যা বাড়তে পারে।

মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যে স্বভাবতই ক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষকরা। তাঁদের বক্তব্য, এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অনুচিত। তাঁরা যোগ্যতার ভিত্তিতে কঠোর পরিশ্রম করে চাকরি পেয়েছিলেন, আর সেই চাকরি হঠাৎ কেড়ে নেওয়ার পর তাঁদের আন্দোলনকে ‘নাটক’ বলা অপমানজনক। আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছেন—কীভাবে একজন দায়িত্বশীল ব্যক্তি এমন মন্তব্য করতে পারেন, যাঁরা নিজেদের ভবিষ্যৎ ও সম্মান বাঁচানোর লড়াই করছেন, তাঁদের প্রতি এতটা অবজ্ঞা দেখানো কি ঠিক?

Comments are closed.