ডিজিটাল ডেস্ক, ৭ মে: ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ, ৭ মে, প্রকাশিত হয়েছে (Higher Secondary Result 2025)। প্রায় ৫০ দিন পর এই ফলাফল ঘোষণা করা হয়। সকাল সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে এক সাংবাদিক সম্মেলনে সংসদ সভাপতি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এবারও কলকাতাকে টেক্কা দিয়েছে জেলার শিক্ষার্থীরা। মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের ৭২ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। এদের মধ্যে হুগলি জেলা থেকে ১৩ জন, বাঁকুড়া থেকে ৯ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ৭ জন, এবং কলকাতা থেকে ৫ জন রয়েছেন। মোট ১৫টি জেলা থেকে এই মেধাতালিকায় স্থান পেয়েছেন। প্রথম দশে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৫ জন ছাত্র এবং ২৩ জন ছাত্রী রয়েছেন। স্কুল থেকে আজই (৭ মে) মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
এ বছর ‘রেগুলার ভিত্তিতে’ পরীক্ষা দিয়েছেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। ২০২৪-এ পাশের হার ছিল ৯০ শতাংশ, যা বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। মেধাতালিকায় মোট ৭২ জন কৃতী রয়েছেন, হুগলি থেকে ১৪ জন মেধাতালিকায় জায়গা পেয়েছেন। রইল সবিস্তার মেধাতালিকা।
প্রথম হয়েছেন রূপায়ন পাল। স্কুলের নাম: বর্ধমান সিএমএস স্কুল, জেলা: পূর্ব বর্ধমান। প্রাপ্ত নম্বর: ৪৯৭ (৯৯.৪ শতাংশ)।
দ্বিতীয় স্থানে রয়েছেন তুষার দেবনাথ। স্কুলের নাম: বক্সিরহাট হাই স্কুল, জেলা কোচবিহার। প্রাপ্ত নম্বর: ৪৯৬ (৯৯.২ শতাংশ)।
তৃতীয় স্থানাধিকারীর নাম রাজর্ষি অধিকারি। স্কুলের নাম: আরামবাগ হাই স্কুল, জেলা হুগলি। প্রাপ্ত নম্বর: ৪৯৫ (৯৯ শতাংশ)।
চতুর্থ স্থানাধিকারীর নাম সৃজিতা গোস্বামী। স্কুলের নাম: সোনামুখী গার্লস হাই স্কুল, জেলা: বাঁকুড়া। প্রাপ্ত নম্বর: ৪৯৪ (৯৮.৮ শতাংশ)।
পঞ্চম স্থানাধিকারী হয়েছেন ৬ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর: ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।
বিভাগভিত্তিক পাশের হার:
বিজ্ঞান: ৯৭.১৯%
বাণিজ্য: ৯৬.০৮%
কলাশাখা: ৮৮.২%
মোট ৫৮ জন শিক্ষার্থী মেধাতালিকায় প্রথম দশে স্থান পেয়েছেন। এদের মধ্যে ৪০ জন বিজ্ঞান বিভাগ থেকে এবং ১৮ জন কলাশাখা থেকে।
মার্কশিট ও সার্টিফিকেট ১০ মে থেকে রাজ্যের ৫৫টি নির্ধারিত কেন্দ্রে পাওয়া যাবে।
২০২৫ সালে শেষবারের মতো পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিমেস্টার পদ্ধতিতে বছরে ২ বার হবে। তৃতীয় সেমেস্টার ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে, এবং চতুর্থ সেমেস্টার ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
Comments are closed.