ডিজিটাল ডেস্ক, ২৯ এপ্রিল: আগামীকাল দিঘার নতুন জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটনের আগের দিন আজ আয়োজিত হয়েছে বিশেষ হোমযজ্ঞ। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ এই যজ্ঞ শুরু হয় এবং তা চলবে সারা দিনব্যাপী। বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণাহুতি প্রদান করবেন এই পবিত্র যজ্ঞে। মন্দির কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, মঙ্গলবারের এই যজ্ঞাদি গত কয়েক দিনের চলমান আচার-অনুষ্ঠানেরই একটি অংশ। দুপুরের দিকে শুরু হয়েছে মূল হোমযজ্ঞের পর্ব।
এদিকে, দ্বারোদ্ঘাটনের আগে গোটা দিঘা শহর সেজে উঠেছে আলোকসজ্জায়। আগামীকাল বুধবার, অক্ষয়তৃতীয়ার পবিত্র দিনে মুখ্যমন্ত্রীর হাত ধরে দিঘায় নবনির্মিত জগন্নাথধামের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ইতিমধ্যেই সোমবার দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে সঙ্গীদের নিয়ে দিঘাতেই অবস্থান করছেন। মন্দিরের দ্বারোদ্ঘাটনের পরদিন, অর্থাৎ বৃহস্পতিবার, তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে। মমতার দিঘায় আগমন ঘটার আগেই শুরু হয়ে গিয়েছিল মন্দিরের প্রাক্-উদ্বোধনী আচার-অনুষ্ঠান।
গত শুক্রবার থেকে শুরু হয় যাগযজ্ঞের পর্ব। সর্বপ্রথম অনুষ্ঠিত হয় বাস্তুপুরুষ যজ্ঞ, যার উদ্দেশ্য ছিল নবনির্মিত মন্দির চত্বরকে অপদেবতা বা নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্ত করা। এই যজ্ঞের পর দেবতার প্রসাদ নিবেদন করা হয় সেই অপশক্তির প্রতিকেও। তারপর থেকেই প্রতিদিন নানা উপচার, আচার ও যজ্ঞের ধারাবাহিকতা বজায় রয়েছে মন্দির প্রাঙ্গণে।
বুধবার অনুষ্ঠিত হবে দিঘা জগন্নাথ মন্দিরে দেবতাদের প্রাণপ্রতিষ্ঠা। তার প্রস্তুতিস্বরূপ মঙ্গলবার দিনভর চলবে বিশাল ‘মহাযজ্ঞ’। আগামীকাল, অর্থাৎ বুধবার দুপুরে মন্দিরের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। এরপর তাঁর হাত ধরেই বিগ্রহের প্রথম আরতি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। একই দিন সন্ধ্যায় আয়োজন করা হবে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার থেকে শুরু হয়েছে বিশাল যজ্ঞ কার্যক্রম, যেখানে প্রায় এক কোটি মন্ত্রোচ্চারণের লক্ষ্যে চারটি কুণ্ডের মাঝে একটি মহাকুণ্ড প্রজ্বলিত করে যজ্ঞ সম্পাদিত হচ্ছে। গর্ভগৃহে প্রদীপ জ্বালিয়ে দেবতাদের আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই জগন্নাথদেবের আসনের পুজো সম্পন্ন হয়েছে, পাশাপাশি জগন্নাথ, বলরাম ও সুভদ্রাসহ অন্যান্য দেবদেবীর বিগ্রহে দুগ্ধস্নানও সম্পন্ন হয়েছে।
Comments are closed.