ডিজিটাল ডেস্ক, ১ মে: পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করার পর এবার আরও কড়া পদক্ষেপ নিল ভারত। সূত্রের খবর, পশ্চিম সীমান্তে অত্যাধুনিক জ্যামার বসানো হয়েছে। এই জ্যামার পাকিস্তানি সেনার বিমান যে ‘গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম’ (GNSS) ব্যবহার করে লক্ষ্যবস্তু চিহ্নিত করে, তা বিপর্যস্ত করতে সক্ষম। ফলে পাকিস্তানি বিমানগুলির লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
নয়াদিল্লির এক সূত্র জানিয়েছে, পাকিস্তানের সেনাবিমান লক্ষ্যবস্তু নির্ধারণে মূলত তিনটি উপগ্রহ নির্ভর প্রযুক্তি— জিপিএস (আমেরিকা), গ্লোনাস (রাশিয়া) এবং বেইডু (চিন)— ব্যবহার করে। এই সিস্টেমগুলির মাধ্যমে তারা লক্ষ্যবস্তুর সঠিক অবস্থান জানতে সক্ষম হয়। তবে ভারতের নতুন জ্যামিং প্রযুক্তি এই তিন প্রযুক্তিকেই বিভ্রান্ত করতে সক্ষম, এমনটাই দাবি ওই সূত্রের। এর ফলে পাকিস্তান সেনা তাদের নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে ব্যর্থ হতে পারে এবং লক্ষ্যবস্তুর সঠিক তথ্য থেকেও বঞ্চিত হতে পারে।
বুধবার রাতেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, পাকিস্তানি বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়ে একটি ‘নোটিস টু এয়ার মিশন’ (NOTAM) জারি করে বলা হয়েছে, “পাকিস্তানে নথিভুক্ত অথবা পাকিস্তানের পরিচালিত কোনও বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এই নিয়ম সামরিক বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য।” এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়াগামী পাকিস্তানি বিমানের বড়সড় সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। নির্ধারিত গন্তব্যে পৌঁছতে তাদের অতিরিক্ত এক থেকে দুই ঘণ্টা সময় লাগবে, পাশাপাশি জ্বালানির ব্যবহারও অনেকটাই বাড়বে। ফলে যাত্রার খরচও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন, যাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক। এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকেই দায়ী করেছে ভারত এবং এর পরেই একের পর এক কড়া পদক্ষেপ নেয় দিল্লি। বাতিল করা হয়েছে সিন্ধু জল চুক্তি, বন্ধ করা হয়েছে পাকিস্তানি নাগরিকদের স্বল্পমেয়াদি ও মেডিক্যাল ভিসা। পালটা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় বিমানের জন্য নিজের আকাশসীমা বন্ধ করে দেয়। জবাবে ভারত শুধু একই পদক্ষেপই নেয়নি, আরও এগিয়ে গিয়ে পশ্চিম সীমান্তে অত্যাধুনিক জ্যামারও বসিয়েছে, যার ফলে পাকিস্তানি সেনাবিমান লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে চিহ্নিত ও আঘাত হানার ক্ষমতা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে।
Comments are closed.