India Pakistan Cease Fire Army Chief : সংঘর্ষবিরতি লঙ্ঘন করলেই পাল্টা আঘাত! পশ্চিম সীমান্তের কমান্ডারদের ‘পূর্ণ ক্ষমতা’ সেনাপ্রধানের
ডিজিটাল ডেস্ক, ১১ মে : যুদ্ধবিরতির পরও সীমান্তের ওপার থেকে হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে সেনাবাহিনীকে যথাযথ প্রতিক্রিয়ার জন্য ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী (India Pakistan Cease Fire Army Chief)।
সোমবার ভারত ও পাকিস্তানের ডিজিএমও-র বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে সেনাপ্রধান স্পষ্ট বার্তা দিয়েছেন, “সীমান্তের ওপার থেকে কোনওরকম হামলা হলে সেনা যেন সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয়।”
গত চার দিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলার পর শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সংঘর্ষবিরতি কার্যকর হয়। তবে এরপরও পাকিস্তানের দিক থেকে গুলি ও মর্টার হামলা অব্যাহত থাকে। এই পরিস্থিতিতে রবিবার নিরাপত্তা পর্যালোচনা করতে পশ্চিম সীমান্তের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। বৈঠকে তিনি যুদ্ধবিরতির বিষয়ে কমান্ডারদের অবহিত করার পাশাপাশি সেনাকে পূর্ণ স্বাধীনতা প্রদান করেন। তিনি স্পষ্ট নির্দেশ দেন, যদি পাকিস্তান কোনওভাবে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে, তবে ভারতীয় সেনাও উপযুক্ত জবাব দেবে।
সেনাবাহিনীর তরফে এক্স হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, সংঘর্ষবিরতি সত্ত্বেও ১০-১১ মে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে পশ্চিম সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ১০ মে দুই দেশের ডিজিএমও-র আলোচনায় যে সমঝোতা হয়েছিল, তা যদি কোনওভাবে লঙ্ঘন হয়, তবে পাল্টা ব্যবস্থা নিতে সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।
যুদ্ধবিরতির পর আগামী ১২ মে দুপুর ১২টায় ভারত ও পাকিস্তানের ডিজিএমও বৈঠকে বসতে চলেছে। অনুমান করা হচ্ছে, এই বৈঠকে কাশ্মীর সমস্যার প্রসঙ্গ উঠে আসতে পারে। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ জানিয়েছেন, মূলত তিনটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা— সিন্ধু জলচুক্তি, সন্ত্রাসবাদ দমন এবং কাশ্মীর সমস্যা। তবে ভারতের পক্ষ থেকে আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনও কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি।
Comments are closed.