India Pakistan DGMO meet : প্রধানমন্ত্রীর বাড়িতে প্রস্তুতি বৈঠকে ডোভাল-রাজনাথরা, আজই DGMO বৈঠকে ভারত-পাক

6

ডিজিটাল ডেস্ক, ১২ মে : সোমবার দুপুরে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির পর প্রথমবার ডিরেক্টর জেনারেল অফ সিকিওরিটি অফিসার (DGMO) পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে (India Pakistan DGMO meet)। বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে একটি উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে, যেখানে উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান।

এই বৈঠকে ভারতের পক্ষ থেকে কোন কোন বিষয় আলোচনায় আসবে, সে সম্পর্কেই মূলত আলোচনা চলছে বলে জানা গেছে। দুপুর ১২টা থেকে হটলাইনের মাধ্যমে এই বৈঠক শুরু হবে, যা শেষ হওয়ার পর বিকেল আড়াইটে নাগাদ সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে বক্তব্য রাখবেন ভারতের ডিজিএমও রাজীব ঘাই।

সোমবার বেলা ১১টার দিকে ৭, লোককল্যাণ মার্গ—প্রধানমন্ত্রীর বাসভবনে—উচ্চপর্যায়ের বৈঠকের জন্য প্রবেশ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

সূত্রের খবর অনুযায়ী, রবিবার সেনাপ্রধানরা প্রধানমন্ত্রীকে সীমান্ত এলাকার শান্ত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবগত করেন।

এদিন পাকিস্তানের ডিজিএমও কাসিফ আবদুল্লার সঙ্গে বৈঠকে ভারতের পক্ষ থেকে কোন কোন বিষয় উত্থাপিত হবে, তা নিয়ে আলোচনা চলে। বিশেষ করে, ১০ মে, শনিবার সংঘর্ষবিরতির ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান তা লঙ্ঘন করে সীমান্তে হামলা চালিয়েছে—এই প্রসঙ্গ বৈঠকে গুরুত্ব পেতে পারে।

ভারতের ডিজিএমও রাজীব ঘাই আজকের বৈঠকে এক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে পারেন—পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের মুক্তির দাবি। পহেলগাঁও বিস্ফোরণের পরদিন সীমান্তে টহলদারি চালানোর সময় ‘ভুল করে’ সীমান্ত পেরিয়ে ওপারে চলে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি হন বাংলার এই জওয়ান। দীর্ঘদিন ধরে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

দুই দেশের সংঘর্ষবিরতির পর বিএসএফ জওয়ানের প্রত্যাবর্তনের বিষয়ে কেন্দ্রকে বারবার চাপ দিচ্ছে বাংলার শাসকদল তৃণমূল। এমনকি, জওয়ানের স্ত্রীকে ফোন করে স্বামীকে ফেরানোর আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন।

এই প্রেক্ষাপটে, আজকের বৈঠকে পূর্ণম সাউয়ের মুক্তি ও প্রত্যাবর্তনের দাবি জোরালোভাবে উত্থাপন করতে পারে ভারত।

Comments are closed.