ডিজিটাল ডেস্ক, ৯ মে: আন্তর্জাতিক অর্থভান্ডার (আইএমএফ) শুক্রবার পাকিস্তানের ঋণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক করছে, যেখানে ভারত পাকিস্তানকে অতিরিক্ত ঋণ দেওয়ার বিরোধিতা করবে (India Pakistan News IMF)। ভারত পাকিস্তানের সন্ত্রাসে মদত ও অর্থ সাহায্যের অভিযোগ তুলে ধরবে এবং আইএমএফ বোর্ড সদস্যদের এই বিষয়ে বিবেচনা করার আহ্বান জানাবে।
পাকিস্তান বর্তমানে ৭ বিলিয়ন ডলারের আইএমএফ বেইলআউট প্যাকেজের আওতায় রয়েছে, এবং নতুন ১.৩ বিলিয়ন ডলারের ঋণের জন্য আবেদন করেছে।
ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কাছে পাকিস্তানের ঋণ পর্যালোচনার আবেদন জানিয়েছে। নয়াদিল্লির মতে, গত তিন দশকে পাকিস্তানকে বারবার ঋণ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। পাকিস্তান ঋণের অর্থের সদ্ব্যবহার করেনি, যার ফলে অর্থনৈতিক উন্নতি হয়নি। ভারতের এই অবস্থান আগামী শুক্রবার IMF বোর্ড বৈঠকে উত্থাপন করা হবে ।
IMF-এর ঋণ প্রাপ্তির পর পাকিস্তান কিছু অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেছে। তবে, সাম্প্রতিক সংঘাতের কারণে পাকিস্তানের অর্থনীতি আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্ব ব্যাংক Moody’s সতর্কতা প্রকাশ করেছে যে, ভারতীয় হামলা পাকিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে বাধা সৃষ্টি করতে পারে ।
ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ঋণ ব্যবস্থাপনা ও অর্থনৈতিক সংস্কারের প্রতি নজরদারি বৃদ্ধির লক্ষ্যে নেওয়া হয়েছে। IMF-এর পরবর্তী সিদ্ধান্ত পাকিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী বৃহস্পতিবার জানিয়েছেন যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বোর্ড বৈঠকে পাকিস্তানের ঋণ সম্পর্কিত ভারতের অবস্থান তুলে ধরা হবে। তিনি উল্লেখ করেন, “আমাদের IMF-এ একজন নির্বাহী পরিচালক রয়েছেন, যিনি বৈঠকে ভারতের অবস্থান জানাবেন।” ভারতের মতে, পাকিস্তানকে অতীতে বহুবার ঋণ দেওয়া হলেও তার সুফল দেখা যায়নি। তিনি আরও বলেন, “বোর্ডের সদস্যদের বলব, আপনারা বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করুন।”
Comments are closed.