ডিজিটাল ডেস্ক, ৯ মে: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়ায় বহু ভুয়া ভিডিও ভাইরাল হচ্ছে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে লড়াই করতে PIB Fact Check তাদের এক্স হ্যান্ডলে একটি তালিকা প্রকাশ করেছে। তাদের মতে, এসব ভিডিও প্রায়শই পুরনো, সম্পাদিত বা ভুল প্রসঙ্গে ব্যবহার করা হয় (India Pakistan Tensions Fact Check)।
উদাহরণস্বরূপ, ২০১৪ সালের পাকিস্তানি স্বাধীনতা দিবসের একটি ভিডিও, যেখানে পাকিস্তানি বিমান রাত্রে ফ্লেয়ার ফেলছে, সম্প্রতি ভারতীয় আকাশ হামলা হিসেবে প্রচারিত হয়েছে। এছাড়া, ২০১৯ সালের একটি ভিডিও, যেখানে পাকিস্তানি বিমান ভারতীয় বিমানকে তাড়িয়ে দিচ্ছে বলে দাবি করা হয়েছিল, সেটিও পুরনো এবং ভুল প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে ।
PIB Fact Check-এর মতে, এসব ভিডিও প্রায়শই বিভ্রান্তিকর থাম্বনেইল, মিথ্যা ক্যাপশন এবং পুরনো ফুটেজ ব্যবহার করে ভাইরাল করা হয়। তারা ২০২৩ সালে ৯টি ইউটিউব চ্যানেল চিহ্নিত করেছে, যেগুলো ৮৩ লাখেরও বেশি সাবস্ক্রাইবার নিয়ে ৩২ কোটি ভিউ পেয়েছে এবং মূলত ভুয়া খবর প্রচার করেছে ।
এই ধরনের ভুয়া ভিডিও শেয়ার করার আগে সতর্ক থাকুন। যদি কোনো ভিডিও সন্দেহজনক মনে হয়, তাহলে PIB Fact Check-এর অফিসিয়াল ওয়েবসাইট factcheck.pib.gov.in পরিদর্শন করুন অথবা তাদের হোয়াটসঅ্যাপ নম্বর +৯১-৮৭৯৯৭১১২৫৯-এ মেসেজ পাঠান।
পাশাপাশি প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) নিশ্চিত করেছে যে ২০২০ সালের বেইরুট বিস্ফোরণের একটি পুরনো ভিডিওকে পাকিস্তানের মিসাইল হামলা বলে চালানো হচ্ছে। জলন্ধরে ড্রোন হামলার নামে ছড়ানো ভিডিওটি আসলে একটি কৃষি খামারের আগুনের দৃশ্য।
এছাড়া, অমৃতসরের সেনা ঘাঁটিতে হামলার নামে প্রচারিত ভিডিওটিও পুরনো এবং ভারতের একটি ইউএভি ড্রোনকে গুলি করে নামানোর দাবি করা ছবিটি আসলে ২০২২ সালের রুশ-ইউক্রেন যুদ্ধের দৃশ্য।
PIB জনগণকে ভুয়া তথ্য ও ভিডিও শেয়ার না করার পরামর্শ দিয়েছে এবং সরকারি সূত্র থেকে সঠিক তথ্য সংগ্রহের আহ্বান জানিয়েছে।
Comments are closed.