ডিজিটাল ডেস্ক, ১১ মে : ভারতের লক্ষ্য পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করা (India Pakistan Tensions POK)। এই প্রসঙ্গে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা গ্রহণযোগ্য নয়। পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে শুধুমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ইস্যুতে। রবিবার ভারতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জম্মু-কাশ্মীর সমস্যায় মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে, এমনটাই সূত্রের খবর।
শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বিশ্বকে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির খবর জানান। এরপর রবিবার তিনি দুই দেশের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানের আলোচনায় যুক্ত হওয়ার প্রস্তাব দেন।
উল্লেখ্য, ভারত বরাবরই আন্তর্জাতিক মঞ্চে স্পষ্টভাবে জানিয়েছে যে কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ এবং এই বিষয়ে কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এদিন দিল্লি আবারও কড়া সুরে নিজের অবস্থান স্পষ্ট করেছে। মোদি সরকার জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা হতে পারে শুধুমাত্র সন্ত্রাসবাদ নির্মূল ও জঙ্গি হস্তান্তর সংক্রান্ত বিষয়েই।
যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্তের ওপার থেকে হামলা হলে সেনাবাহিনী যথাযথ জবাব দেবে। ইতিমধ্যে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সীমান্তে মোতায়েন সেনা কমান্ডারদের ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন।
সোমবার ভারত ও পাকিস্তানের ডিজিএমও বৈঠকে বসতে চলেছে। তার আগে সেনাপ্রধান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, “সীমান্তের ওপার থেকে কোনওরকম হামলা হলে সেনা যেন তৎক্ষণাৎ পাল্টা প্রতিক্রিয়া জানায়।”
Comments are closed.