এবার পাকিস্তান থেকে চিঠি, পার্সেল আসাও বন্ধ করল নয়াদিল্লি!

11

ডিজিটাল ডেস্ক, ৩ মে: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ধারাবাহিক কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। শুক্রবার রাতেই পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। এবার আরও কড়া পদক্ষেপ হিসেবে জানানো হয়েছে, শুধু পণ্য নয়, পাকিস্তান থেকে কোনও চিঠি বা পার্সেলও আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ, দু’দেশের মধ্যে ডাক পরিষেবাও আপাতত স্থগিত রাখা হয়েছে কেন্দ্রের সিদ্ধান্তে।

শনিবার ভারতের যোগাযোগ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে জল, স্থল ও আকাশপথে সমস্ত ধরনের ডাক ও পার্সেল আদানপ্রদান সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে। পণ্য আমদানি নিষিদ্ধ করার পর এবার ডাক পরিষেবাও বন্ধের সিদ্ধান্ত নিল কেন্দ্র। কার্যত, এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার পথে আরও এক ধাপ এগোলো নয়াদিল্লি।

পহেলগাঁও হামলার পর যেভাবে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি, সেই প্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে ডাক পরিষেবা বন্ধ হওয়াটা অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আরও গভীর উদ্বেগ। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে পার্সেল বোমা হামলার প্রবণতা বেড়েছে— যেখানে চিঠি বা পার্সেলের মধ্যে বিস্ফোরক লুকিয়ে হামলা চালানো হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, পাকিস্তানি জঙ্গিরাও এই কৌশল গ্রহণ করতে পারে। সেই সম্ভাবনাকে মাথায় রেখেই, নিরাপত্তার স্বার্থে দিল্লি পাকিস্তানের সঙ্গে ডাক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। বাতিলের পথে এগোচ্ছে সিন্ধু জলচুক্তি। পাক নাগরিকদের উদ্দেশে জারি হয়েছে ভারত ছাড়ার নির্দেশিকা। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি-ওয়াঘা সীমান্তপথ। দ্বিপাক্ষিক বাণিজ্যও সম্পূর্ণরূপে স্থগিত। এমনকি, পাকিস্তানি নাগরিকদের একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলও লক্ষ্য করে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল ডাক পরিষেবাও— বন্ধ হচ্ছে পাকিস্তানের সঙ্গে চিঠিপত্র ও পার্সেলের আদানপ্রদান।

Comments are closed.