ডিজিটাল ডেস্ক, ৩০ এপ্রিল: সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুরে দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে হটলাইনে আলোচনা হয়েছে। ওই আলোচনায় ইসলামাবাদকে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যাতে তারা সীমান্ত সংঘর্ষের বিষয়ে সতর্কতা অবলম্বন করে।
পহেলগাঁও আবহে পর পর টানা ছ’রাত নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে মঙ্গলবার রাতে ভারতীয় সেনার ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস) লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই পাক সেনার ডিজিএমও-র সঙ্গে হটলাইনে আলোচনা করেছেন বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, তিনি পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছেন।
তবে এই আলোচনার পরও রাতভর গুলিবর্ষণ অব্যাহত রাখে পাক সেনা। বুধবার রাতে নিয়ন্ত্রণরেখা ছাড়াও জম্মু-কাশ্মীরের পরগওয়াল সেক্টরের আন্তর্জাতিক সীমান্তে গোলাবর্ষণ চালায় পাকিস্তান সেনাবাহিনী। এলওসি-তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনার গুলি ও গোলাবর্ষণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব।
প্রসঙ্গত, মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ রাত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ চালিয়েছে পাক সেনা। ভারতীয় সেনার তথ্য অনুযায়ী, সোমবার রাতে কাশ্মীরের কুপওয়ারা ও বারামুলা জেলার নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত থেকে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এছাড়াও, আখনুর সেক্টরের বিপরীত প্রান্ত থেকেও গোলাবর্ষণ করা হয়েছে। মঙ্গলবার রাতেও একই ধরনের হামলা চলতে থাকে, যার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও।
২০০৩ সালে নয়াদিল্লি ও ইসলামাবাদ এলওসি এলাকায় সংঘর্ষবিরতি কার্যকর করতে একমত হয়েছিল। পরবর্তী সময়ে, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান এই সংঘর্ষবিরতি চুক্তি পুনর্নবীকরণ করে। যদিও চুক্তিটি এখনও বহাল, অতীতে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
সূত্রের খবর অনুযায়ী, চুক্তির শুরুর দিকে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর ডিজিএমও-প্রতিনিধিদের মধ্যে প্রতি বৃহস্পতিবার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতো, যেখানে ব্রিগেডিয়ার স্তরের অফিসারেরাও অংশ নিতেন। কিন্তু পরবর্তী সময় সেই বৈঠক অনমনীয় হয়ে পড়ে। শুধু এলওসি-তে সংঘর্ষবিরতি ভঙ্গ নয়, পঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তেও নিয়ম ভেঙে পাক রেঞ্জার্স বাহিনী রিষড়াবাসী বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আটক করায় উত্তেজনার পারদ চড়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের ডিজিএমও-র মধ্যে হটলাইন-বার্তালাপ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।
Comments are closed.