Indian Prime Minister:৫৭ বছর পর,প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী আর্জেন্টিনায়,ব্রাজিলে ‘ব্রিক্‌স’ সম্মেলন সফরে

13

ডিজিটাল ডেস্ক ৬ই জুলাইঃ ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিলের রিও ডি জেনেইরো পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তিনি অবতরণ করেন গালেয়ো আন্তর্জাতিক বিমানবন্দরে। ব্রাজিল সফরটি দু’ধাপের। প্রথমে ব্রিকস সম্মেলনে যোগদান, এরপর রাষ্ট্রীয় সফরে যাবেন রাজধানী ব্রাসিলিয়ায়। এই সফর ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার আমন্ত্রণে হচ্ছে।

ব্রাজিল সফরের আগে প্রধানমন্ত্রী মোদী ২-৩ জুলাই ঘানা সফর করেন, যেখানে তিনি সে দেশের সংসদে ভাষণ দেন। এরপর ৩-৪ জুলাই তিনি ত্রিনিদাদ ও টোবাগো সফরে যান এবং রাষ্ট্রপতি ক্রিস্টিন কার্লা কাংগালু ও প্রধানমন্ত্রী কামলা পারসাদ-বিসেসারের সঙ্গে বৈঠক করেন(Indian Prime Minister)। এই সফরের অংশ হিসেবে আর্জেন্টিনাও গিয়েছেন মোদী, যেখানে ৫৭ বছর পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে গেলেন।

বিদেশ মন্ত্রক সূত্রে খবর, প্রতিরক্ষা, কৃষি, খনিজ, তেল ও গ্যাস, বাণিজ্য, বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত এবং আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে জোর দেওয়া হয়েছে বৈঠকে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে পৌঁছে প্রধানমন্ত্রী মোদীর সমাজমাধ্যম পোস্টেও এই সফরের গুরুত্বের আভাস মিলেছে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেইয়ের সঙ্গে বৈঠক যে দ্বিপাক্ষিক স্তরে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা-ও স্রষ্ট করেছিলেন মোদী। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

বুয়েনস আইরেসের সফর শেষে ব্রাজ়িলের উদ্দেশে রওনা দেবেন তিনি। আগামী রবিবার এবং সোমবার (৬-৭ জুলাই) ব্রাজ়িলের রিও ডি জেনেইরো শহরে ‘ব্রিক্‌স’ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে মোদীর। আন্তর্জাতিক জোট ‘ব্রিক্‌স’-এর প্রাথমিক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ভারত, ব্রাজ়িল ছাড়াও রয়েছে দক্ষিণ আফ্রিকা, চিন এবং রাশিয়া। পরে আরও পাঁচটি দেশ— মিশর, ইথিয়োপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইন্দোনেশিয়া এই আন্তর্জাতিক জোটে যুক্ত হয়।

তবে এ বারের সম্মেলনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থাকছেন না। দু’দেশই রাষ্ট্রনেতাদের পরিবর্তে অন্য প্রতিনিধিদের পাঠাচ্ছে ‘ব্রিকস্‌’ সম্মেলনে। দুই শক্তিধর দেশের রাষ্ট্রনেতাদের অনুপস্থিতিতে এ বারের সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর কী ভূমিকা থাকে, সে দিকে নজর রয়েছে সকলের। আমেরিকার সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইম্‌স’-এর প্রতিবেদন অনুসারে, ‘ব্রিক্‌স’-এ নতুন যুক্ত হওয়া ইরান এই সম্মেলনে নতুন ‘বন্ধু’ খোঁজার চেষ্টা করতে পারে। ইজ়রায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পরে এই সম্মেলনে ইরানের ভূমিকার দিকেও নজর থাকছে বিশ্বের। এ ছাড়া রুশ- ইউক্রেন সংঘর্ষ, আমেরিকার শুল্কনীতি-সহ বিভিন্ন বিষয়ও এ বারের সম্মলেন উঠে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

মোদীর ব্রাজ়িল পৌঁছোনোর আগে সে দেশের ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়ার মুখেও উঠে এসেছে সম্মেলনের গুরুত্বের কথা। তিনি জানান, এ বছরই প্রথম বার নতুন সদস্য রাষ্ট্রগুলি সম্মেলনে যোগ দিচ্ছে। ‘ব্রিক্‌স’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ব্রাজ়িলের সঙ্গে বেশ কিছু দ্বিপাক্ষিক সমঝোতা (মউ) স্বাক্ষরও সেরে ফেলতে পারেন মোদী।