India’s MPs to Brief Nations on Operation Sindoor : ‘অপারেশন সিঁদুর’ অভিযানের বার্তা দিতে দেশে দেশে ঘুরবে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল, কারা নেতৃত্বে?

24

ডিজিটাল ডেস্ক, ১৭ মে : সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং ‘অপারেশন সিঁদুর’ সংক্রান্ত নয়াদিল্লির বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দিতে কেন্দ্র সর্বদলীয় প্রতিনিধিদল গঠন করেছে। শনিবার নরেন্দ্র মোদী সরকার সাতটি প্রতিনিধিদল এবং তাদের নেতৃত্বে থাকা সাতজন নেতার নাম প্রকাশ করেছে। এই প্রতিনিধিদলে শাসক ও বিরোধী দলের সাংসদেরা থাকবেন। কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রক শনিবার এক বিবৃতির মাধ্যমে এই নেতাদের নাম প্রকাশ করেছে (India’s MPs to Brief Nations on Operation Sindoor)।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সমাজমাধ্যমে মন্ত্রকের বিবৃতি প্রকাশ করেছেন, যেখানে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদলের নেতাদের নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পাণ্ডা, জেডিইউয়ের সঞ্জয় কুমার ঝা, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত শিন্ডে। তবে এই প্রতিনিধিদলে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের কোনও সাংসদকে অন্তর্ভুক্ত করা হয়নি।

কেন্দ্রের বিবৃতিতে জানানো হয়েছে যে ‘অপারেশন সিঁদুর’ এবং ভারতের সন্ত্রাসবিরোধী কঠোর নীতির প্রসঙ্গ তুলে ধরতে চলতি মাসের শেষ দিকে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল বিভিন্ন দেশে যাবে। এই প্রতিনিধিদল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতেও পৌঁছাবে। ভারত যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ‘জ়িরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে, সেই বার্তা বিশ্বব্যাপী প্রচার করবে এই দলগুলি। এই প্রতিনিধিদলগুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কূটনীতিকেরা অন্তর্ভুক্ত থাকবেন।

বিবৃতি প্রকাশ করে রিজিজু লেখেন, ‘‘যে মুহূর্তে সবচেয়ে প্রয়োজন, তখনই ভারত ঐক্যবদ্ধ। সন্ত্রাসবিরোধী বার্তা নিয়ে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল শীঘ্রই যাত্রা করবে। রাজনীতির মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে, এটি জাতীয় ঐক্যের এক বলিষ্ঠ উদাহরণ।’’

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নেয়। প্রতিহিংসামূলক অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’, যার মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। এর ফলে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত বেশ কিছু দিন স্থায়ী হয়, তবে বর্তমানে উভয় দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে।

এবার ভারত ‘সিঁদুর’ অভিযানের বার্তা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে চাইছে এবং এই প্রচারের দায়িত্বে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সব দলকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে মোদী কৌশলগত পদক্ষেপ নিয়েছেন। এর ফলে একদিকে ভারতের ঐক্য প্রদর্শিত হবে, অন্যদিকে বিরোধীদের সমালোচনার সুযোগ সীমিত হবে। ‘অপারেশন সিঁদুর’-এর পর কেন্দ্রের নীতির প্রশংসা করেছিলেন শশী তারুর, যা কংগ্রেসের অন্দরেই অস্বস্তির কারণ হয়ে উঠেছে। সর্বদলীয় প্রতিনিধিদলে তাঁর অন্তর্ভুক্তি নিশ্চিত ছিল, এবার বাকি ছ’জনের নামও প্রকাশ করা হয়েছে।