Indus Water Treaty : শুকিয়ে যাচ্ছে পাকিস্তান! ভারতের কাছে পাকিস্তানের কাতর আর্জি

9

ডিজিটাল ডেস্ক, ১৪ মে : সিন্ধু জলচুক্তি বাতিলের ফলে পাকিস্তানে ভয়াবহ সংকট দেখা দিয়েছে—কোথাও তীব্র জলকষ্ট, কোথাও বন্যা পরিস্থিতি। দেশের বিস্তীর্ণ অঞ্চলে জনগণ চরম দুর্ভোগে পড়েছে। এই অভূতপূর্ব সংকট মোকাবিলার জন্য পাকিস্তান আবারও ভারতের কাছে আবেদন জানিয়েছে। ইসলামাবাদ ভারত সরকারকে চিঠি লিখে অনুরোধ করেছে, যাতে সিন্ধু জলচুক্তি বাতিল না করা হয় (Indus Water Treaty)।

সূত্রের খবর পাকিস্তানের জলশক্তি মন্ত্রক ভারতের বিদেশমন্ত্রককে চিঠি লিখে অনুরোধ জানিয়েছে, যেন সিন্ধু জলচুক্তি বাতিল না করা হয়। পাকিস্তান স্বীকার করেছে যে এই চুক্তি বাতিলের ফলে দেশজুড়ে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভারত একদিন আগেই পরিষ্কার করে দিয়েছে যে, যতদিন পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করবে, ততদিন সিন্ধু জলচুক্তি স্থগিতই থাকবে।

পহেলগাঁও হামলার পর নয়াদিল্লি সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে। এর পর ভারত অপারেশন সিঁদুর পরিচালনা করে, যার মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয় এবং শতাধিক জঙ্গি নিকেশ হয়। পরে পাকিস্তানের অনুরোধে ভারত সংঘর্ষবিরতিতে সম্মতি জানায়। তবে, সংঘর্ষবিরতি কার্যকর হলেও সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখা হয়। এবার ইসলামাবাদ সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে।

প্রসঙ্গত বলে রাখা দরকার, ভারত সরকারের কাছে কাতর আর্জি জানানোর আগে সিন্ধু চুক্তি নিয়ে বিশ্ব ব্যাঙ্কেরও দ্বারস্থ হয় পাকিস্তান। কিন্তু সেখানেও হতাশ হতে হয় ইসলামাবাদকে। বিশ্ব ব্যাঙ্ক সাফ জানিয়ে দেয়, তাঁদের মধ্যস্থতায় সিন্ধু জলচুক্তি হলেও সেই চুক্তিতে দুই দেশের অসন্তোষ বা আপত্তি নিয়ে মধ্যস্থতা করার দায় বিশ্ব ব্যাঙ্কের নেই। দুদেশের কেউ এই চুক্তিতে অসন্তোষ প্রকাশ করলে বিশ্বব্যাঙ্ক শুধু সেই সমস্যা সমাধানের জন্য নিরপেক্ষ বিশেষজ্ঞ ঠিক করে দিতে পারে। নিজেরা মধ্যস্থতা করতে পারে না। অর্থাৎ ভারত যদি চুক্তি বাতিল করেও তাতে কিছু বলার থাকবে না বিশ্বব্যাঙ্কের।

Comments are closed.