ডিজিটাল ডেস্ক, ২০ মে : ভারতের বিজ্ঞান জগতে এক অপূরণীয় ক্ষতি—প্রয়াত হলেন বিশিষ্ট জ্যোতির্পদার্থবিজ্ঞানী জয়ন্ত নারলিকর (Jayant Narlikar Passes Away)। ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পদ্মভূষণ সম্মানে ভূষিত এই মহান বিজ্ঞানী। তাঁর অগ্রণী গবেষণা দেশের বিজ্ঞানচর্চাকে সমৃদ্ধ করেছে, এবং তিনি আজীবন বিজ্ঞানকে জনপ্রিয় করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করেছেন। গবেষণার প্রসার ঘটাতে তিনি প্রতিষ্ঠা করেছেন একাধিক বিজ্ঞান কেন্দ্র, যা ভবিষ্যত প্রজন্মের গবেষকদের পথপ্রদর্শক হয়ে থাকবে।
পরিবারের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে নিজের বাড়িতে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক জয়ন্ত নারলিকর। সম্প্রতি তিনি শহরের একটি হাসপাতালে নিতম্বের অস্ত্রোপচার করিয়েছিলেন। এছাড়াও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিংবদন্তি এই ভারতীয় জ্যোতির্পদার্থবিজ্ঞানীর তিন কন্যা রয়েছেন।
জয়ন্ত নারলিকর জন্মগ্রহণ করেন ১৯৩৮ সালের ১৯ জুলাই, মহারাষ্ট্রে। তিনি ছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তাঁর বাবা, বিষ্ণু বাসুদেব নারলিকর, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন বিশিষ্ট অধ্যাপক ছিলেন।
কেমব্রিজে গণিতশাস্ত্রে অসাধারণ দক্ষতার জন্য তিনি র্যাংলার ও টাইসন পদকে সম্মানিত হন। দেশে ফিরে তিনি মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে গবেষণায় যোগ দেন। নারলিকর ছিলেন স্থিতাবস্থা তত্ত্বের অন্যতম প্রবক্তা এবং বিজ্ঞানচর্চাকে জনপ্রিয় করার লক্ষ্যে ইংরেজি ও মারাঠি ভাষায় বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন।
তিনি ভারতের অন্যতম প্রধান কল্পবিজ্ঞান লেখক হিসেবেও পরিচিত ছিলেন। মাতৃভাষা মারাঠিতে লেখা তাঁর কল্পবিজ্ঞান কাহিনিগুলি বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, যা পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।