ডিজিটাল ডেস্ক, ২০ মে : ২২, ২৩ ও ২৪শে মে বেসরকারি বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পুলিশের জুলুমসহ বিভিন্ন দাবির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, পরশু থেকেই শহরের রাস্তায় দেখা যাবে না বেসরকারি বাসের চলাচল। এটি একদিন বা দুদিনের জন্য নয়—ধর্মঘট চলবে টানা তিনদিন (Kolkata Bus Strike)।
বাস মালিকদের একাংশ অভিযোগ করেছেন যে বাসের ভাড়া না বাড়ায় তারা আর্থিক চাপের মুখে পড়েছেন, পাশাপাশি পুলিশের কঠোর মনোভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই অবস্থার প্রতিবাদে তারা এবার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার পরিবহণ দফতরে প্রায় ঘণ্টা দেড়েক ধরে বাস মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তবে কোনও সমঝোতা হয়নি। এরপরই তিনদিনের বাস ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ ও হাওড়া পুলিশ কমিশনারেটের কর্তারা অংশ নেন। বাস মালিকদের সংগঠন ও পরিবহণ দফতরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ধর্মঘট বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার চলবে, এবং এই সিদ্ধান্ত থেকে বাস মালিকরা সরতে নারাজ।
পরিবহণ বাঁচাও কমিটি পশ্চিমবঙ্গে তিন দিনের বেসরকারি বাস ধর্মঘটের আহ্বান জানিয়েছে। এই ধর্মঘটে অংশ নিচ্ছে পাঁচটি বাস মালিক সংগঠন—জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (পশ্চিমবঙ্গ), বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি এবং ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন।
বাস মালিকদের অভিযোগ, একদিকে বাসের ভাড়া বাড়ানো হয়নি, অন্যদিকে পুলিশের অতিরিক্ত জরিমানার চাপ বাড়ছে। এই পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিনের বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বৈঠকের পর বাস মালিকদের দাবি, পুলিশের আচরণ দেখে মনে হয়েছে, তারা এই অভিযোগ প্রথমবার শুনছে। তবে কোনও সমাধান সূত্র না মেলায় ধর্মঘটের সিদ্ধান্ত থেকে তারা সরছেন না। তাঁরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।
Comments are closed.